কলকাতা বিমানবন্দরে সংস্পর্শহীন চলাচলের ব্যবস্থা

0
93

সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ

লকডাউনের জেরে ইতিমধ্যে বন্ধ হয়েছে দেশীয় ও আন্তঃদেশীয় বিমান পরিষেবা। শুধু কার্গো বিমান চলাচল করছে। প্রায় শূন্য কলকাতা বিমান বন্দর হাতেগোনা কয়েকজন সাফাই কর্মী ছাড়া। দিনে কয়েক ঘন্টার জন্য তারা বিমান বন্দরে এসে জীবাণু মুক্ত করার কাজ করছেন। যাতে পরবর্তী কালে বিমান পরিষেবা চালু হলেও যাত্রীদের কোনো রকম স্বাস্থ্যের অসুবিধা না হয় সেই দিকেই খেয়াল রাখছেন বিমান বন্দর কর্তৃপক্ষ, কিছু সময় অন্তর জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

International airport | newsfront.co
প্রতীকী চিত্র

এবার থেকে নতুন নিয়ম শুরু করবে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গেছে যে, বিমানবন্দরে প্রবেশ থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত সম্পূর্ণ সামাজিক দূরত্বও বজায় রাখা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‘আমরা সব বন্দোবস্ত করেছি পুরো বিষয়টিকে সংস্পর্শ-রহিত রাখতে। এবিষয়ে আমরা কেন্দ্রের নির্দেশ মেনে চলব।”

আরও পড়ুনঃ পরিযায়ী-পড়ুয়াদের ঘরে ফেরাতে খরচ দেবে রাজ্য সরকার

যাত্রীরা যখনই বোর্ডিং পাস সংগ্রহ করবে সেই সময় থেকেই সিকিউরিটিরা সবার ওপর বিশেষ নজরদারি করবে এই সামাজিক দূরত্ব বজায় ব্যাপারে। প্রত্যেক যাত্রীকে থার্মাল গানে র সাহায্যে তাপমাত্রা পরীক্ষা করা হবে, তিনি সুস্থ থাকলেই পরবর্তী বাধ্যতামূলক সুরক্ষাজনিত চেকিং করা হবে। তবে এই সব ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখা হবে বিমান বন্দরের কর্মীদের ও যাত্রীদের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here