নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ইন্ডিয়া আর্ট গ্যালারির উদ্যোগে এবং শ্যামসুন্দর কোম্পানির সহযোগিতায় আই সি সি আর-এ চলছে ‘কলকাতা আর্ট ফেয়ার’। চলবে ১লা মার্চ অবধি।
‘কলকাতা আর্ট ফেয়ার’-এর প্রথম বর্ষের শুভ উদ্বোধনে মঞ্চ ভাগ করে নিলেন শিল্প ও সংস্কৃতিজগতের বিশিষ্টজনেরা। সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, শিল্পী ইনা পুরী, চিত্রকর ওয়াসিম কাপুর, শিল্পী মেহতাব মোল্লা, লেখক সেলিনা হোসেন, শ্যামসুন্দর জুয়েলার্স কোম্পানির মূল কাণ্ডারি রূপক সাহা, ইন্ডিয়া আর্ট গ্যালারির সচিব মুনাফ আলি, নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এবং অভিনেতা-পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ সংস্কৃতিমহলের বহু বিশিষ্টজন।
আরও পড়ুনঃ থ্রিলারে ভরপুর ‘দিন রাত্রির গল্প’-তে জঙ্গি হানা
আই সি সি আর-এ আয়োজিত এই আর্ট ফেয়ারের সিগনেচার টিউন বানিয়েছেন দেবজ্যোতি মিশ্র। আর থিম সং গেয়েছেন রূপঙ্কর বাগচি। ‘কলকাতা আর্ট ফেয়ার’-কে আগামীদিনে নিজের অভিজ্ঞতা এবং উপদেশে সমৃদ্ধ করবেন বিশিষ্ট চিত্রকর যোগেন চৌধুরী।
প্রসঙ্গত, প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনে নানারঙের অনুষ্ঠানে শামিল হচ্ছে ‘শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স’।
৩০০ জন শিল্পীর প্রায় ১০০০ টিরও বেশি অনবদ্য সৃষ্টি সাজানো রয়েছে গ্যালারিতে। আগামিকাল প্রদর্শনীর শেষ বেলা। তাই দেরি না করে একবার ঢুঁ মারতেই পারেন আই সি সি আর-এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584