নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পরিবেশ বান্ধব গণপরিবহণ হিসেবে ইলেকট্রিক বাস পরিষেবায় দেশের মধ্যে শীর্ষে আর বিশ্বে তৃতীয় স্থান লাভ করেছে কলকাতা। ইলেকট্রিক বাস পরিষেবায় লন্ডনকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা।
বিশ্বের অন্যতম বড় শহরগুলিতে কিভাবে পরিবেশ বান্ধব ইলেকট্রিক পরিবহণ ব্যবস্থার উপর নির্ভরশীলতা বাড়ছে, সে বিষয়ে বিকল্প শক্তি নিয়ে বিশ্বব্যাপী সমীক্ষা চালায় আন্তর্জাতিক সংস্থা EV City Casebook।
EV City Casebook-এর সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে সদ্যই। এই রিপোর্টে দেখা গিয়েছে, গণপরিবহণে বাড়তে থাকা ইলেকট্রিক বাস পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় স্থান দখল করেছে কলকাতা আর দেশের মধ্যে প্রথম স্থান কলকাতার। কলকাতা ছাড়া ভারতের শুধুমাত্র গুজরাতের আহমেদাবাদের নাম রয়েছে এই তালিকায়। তবে তা আছে ইলেকট্রিক ট্যাক্সির বিভাগে, ইলেকট্রিক বাসের বিভাগে নয়।
আরও পড়ুনঃ তৃণমূল সুপ্রিমোর নিজস্ব কোন গাড়ি নেই, জানালেন হলফ নামায়
EV City Casebook-এর এই সমীক্ষা অনুযায়ী, গণপরিবহণে ইলেকট্রিক বাসের ক্ষেত্রে বিশ্বের এক নম্বরে রয়েছে চিনের শেনজেন শহর। উল্লেখ্য, বিশ্বের মোট ইলেকট্রিক বাসের ৯৯ শতাংশই চলে চিনে।
আরও পড়ুনঃ মমতার উপর হামলা! নির্বাচন কমিশনে তদন্তের দাবি বিজেপির
২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার পথে চলতে শুরু করে ইলেকট্রিক বাস। সর্বোপরি, কলকাতার পথে চলা ইলেকট্রিক বাসগুলি সম্পূর্ণরূপে ভারতে উৎপাদিত। ওয়েস্ট বেঙ্গল ট্র্যান্সপোর্ট অথরিটি শহরের রাস্তায় দূষণমুক্ত গণপরিবহণ হিসাবে ইলেকট্রিক বাস চালু করে।
EV City Casebook-এর এই সমীক্ষায় গণপরিবহণে ইলেকট্রিক বাসের ব্যবহারের বিচারে চিনের শেনজেন, লন্ডন, চিলির স্যান্টিয়াগো, কানাডার ভ্যানকুভারের মতো একাধিক অত্যাধুনিক শহরের সঙ্গে পাল্লা দিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে তিলোত্তমা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584