করোনা আবহে চলতি বছরে বইমেলা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ

0
80

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রত্যেক বছরে বইমেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলেই। নতুন বই প্রকাশ থেকে একাধিক নতুুন বিষয়ের মার্কেটিংয়ের অন্যতম জায়গা কলকাতা বইমেলা। এমনকি ভিড় সামলাতে আলাদা পরিকল্পনা করতে হয় পুলিশকে।

Kolkata book fair | newsfront.co
ফাইল চিত্র

কিন্তু চলতি বছরে সমস্ত উৎসব-মেলাতেই যেখানে বাঁধন পড়ছে, সেখানে এবারে অনিশ্চিত হয়ে পড়ল কলকাতা আন্তর্জাতিক বইমেলার ভবিষ্যৎও। কি ভাবে এই বইমেলা হবে, তা নিয়ে সিদ্ধান্তই নিতে পারেনি ‘পাবলিশার্স গিল্ড’।

আগামী বছর ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। যা চলার কথা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী বছর ভ্যাকসিন চলে এলেও কতটা সুষ্ঠুভাবে এই মেলার আয়োজন হবে, তা নিয়ে সংশয়ে প্রকাশকরাই।চলতি বছর বইমেলার থিম নির্ধারন হয়েছিল পড়শি দেশ ‛বাংলাদেশ’।

আরও পড়ুনঃ অব্যাহত ‘নো এন্ট্রি’, সাথে আতসবাজিতে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

অন্যান্য বছরের মতো এই বছরও বিদেশি পাবলিশারদের স্টল, অসংখ্য ছোট-বড় পাবলিকেশন হাউজ, লক্ষ্য লক্ষ্য বই-এর সম্ভার নিয়ে জমজমাট হওয়ার কথা ছিল বইমেলা। কিন্তু করোনা বিধি মেনে কিভাবে বইমেলা করানো যায় তাই নিয়েই এখন চিন্তার ভাঁজ পড়েছে কর্তৃপক্ষের কপালে।

আরও পড়ুনঃ বাড়ছে আরও ট্রেন, মান্থলি-সিজন টিকিটের মেয়াদও বাড়িয়ে দেবে রেল!

গিল্ডের সাধারণ সম্পাদক শুধাংশু শেখর দে জানান, “এখনও পর্যন্ত সরকারের তরফে এই নিয়ে আমাদের কিছু জানানো হয়নি। কিন্তু, আশা রাখছি কোভিড প্রোটোকল মেনে, দর্শকদের সুরক্ষার বিষয়ে নজর দিয়ে কীভাবে ভিড়-জমায়েত এড়িয়ে বইমেলা অনুষ্ঠিত করা যায় তার একটা অন্তত উপায় বের হবে।”

অন্যদিকে,বুকসেলার্স এবং পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, “যদি বইমেলা আদৌ হয় তবে তা নির্ভর করবে আগামীদিনের কোভিড পরিস্থিতির ওপর। ঠিকসময় যদি তা অনুষ্ঠিত হলেও বইমেলা তো আর দুর্গাপুজোর মণ্ডপের মতো দর্শকশূন্য হতে পারে না! সময়ই বলবে কি হতে চলেছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here