নতুন বছর শুরু ব্রিজ ভাঙা দিয়ে, বদলাচ্ছে বাসরুট

0
68

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

নতুন বছর থেকে বদলে যাচ্ছে অনেক বাসরুট। কারণ, নতুন বছরের ৪ জানুয়ারি থেকে টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে রাজ্য পরিবহণ দফতরের সূত্রে।

kolkata bus route change on new year | newsfront.co
প্রতীকী চিত্র। চিত্র সৌজন্যঃ কলকাতা ২৪*৭

উত্তর কলকাতায় যানজটের সমস্যা কাটাতে পাবলিক ভেইকেল ডিপার্টমেন্টের’ তরফে জানানো হয়েছে ৩ জানুয়ারি রাত থেকেই টালা ব্রিজ বন্ধ থাকবে। তাই ৪ জানুয়ারি সকাল থেকে ব্রিজ বা ব্রিজ সংলগ্ন রাস্তার ৪২টি বাসরুট এবার নতুন পথে চলবে।

আরও পড়ুনঃ বড় আকারের তক্ষক ঘিরে চাঞ্চল্য এলাকায়

এক নজরে পরিবর্তিত বাস ও যানরুটঃ

• দক্ষিণমুখী অর্থাৎ ব্যরাকপুরের দিক থেকে কলকাতাগামী সমস্ত বাস ‘ওয়ান ওয়ে’ পথে যাতায়াত করবে। বি টি রোড থেকে চিড়িয়া মোড় থেকে দমদম সেভেন ট্যাঙ্ক-নর্দার্ন এভিনিউ হয়ে পাইকপাড়া মিল্ক কলোনির পর বেলগাছিয়া সেতু হয়ে শ্যামবাজারের রাস্তা ধরবে।
• উত্তরমুখী অর্থাৎ ব্যারাকপুরমুখী বাস ‘ওয়ান ওয়ে’ রাস্তা ব্যবহার করবে। শ্যামবাজার থেকে ভূপেন বোস এভিনিউ ধরে রাজবল্লভ পাড়ার পর লক গেট ব্রিজ ধরে চুনিবাবু বাজার চিড়িয়া মোড় বি টি রোডে এসে উঠবে বাস।
• ৪৩ ও ২৪২ রুটের বাস ও বেশ কিছু মিনি বাসকে চিৎপুর ব্রিজ ব্যবহার করতে দেওয়া হবে।
• ৭৮, ৭৮/১, ২০১ ,২২২, ২৩০, ২৩৪, ৩৪বি, ৩৪সি, ৩০এ, ৩২এ, ও ছটি মিনিবাস পাইকাপাড়া হয়ে বেলগাছিযা ব্রিজ ধরবে শ্যামবাজার যাওয়ার সময়। ডানলপের দিকে আসার সময় লক গেট ব্রিজ হয়ে চিড়িয়া মোড় যাবে।
• টালা ব্রিজ ব্যবহারকারী হাওড়া থেকে সমস্ত ছোট গাড়িকে বালি ব্রিজ থেকে যেতে দেওয়া হবে না। তাদের হাওড়া হয়ে দ্বিতীয় হুগলী সেতু ব্যবহার করতে হবে।
• কোনও লড়িকেই বিটি রোড ধরে যেতে দেওয়া হবে না। বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের পর যশোহর রোড ধরে যাবে সমস্ত লড়ি।

বাস মালিকরা রাজ্য সরকারের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন। বাস ভাড়া বাড়ানোর কোনো সম্ভাবনা এখনই নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here