রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় বানগড়

0
57

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে সবথেকে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ স্থান গঙ্গারামপুরের ‘বানগড়’, যা এখন রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে।

bungar collapsed for lack of proper maintenance | newsfront.co
বানগড়। নিজস্ব চিত্র

ইতিহাসবিদদের মতে প্রাচীনকালে দেবীকোট নগরী নামে পরিচিত চারদিকে পরিখা বেষ্টিত আয়তকার সুরক্ষিত অঞ্চল ছিল বানগড়।

এই অঞ্চলে মৌর্য যুগ থেকে মুঘল আমল পর্যন্ত পাঁচটি অধিবসতির নিদর্শন সনাক্ত করা গেছে। এছাড়াও প্রাচীন ভারতবর্ষের পাল যুগের ঐতিহাসিক নিদর্শন ও পাওয়া গেছে এই বানগড়ে।

bungar collapsed for lack of proper maintenance | newsfront.co
রক্ষণাবেক্ষণের অভাব। নিজস্ব চিত্র

ছয় বছর আগে ভারত সরকারের উদ্যোগে বানগড় সংরক্ষণের কাজ কিছুটা এগোলেও তা আর বাস্তবায়িত হয়নি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে আগুন

এলাকাবাসীদের অভিযোগ জনবসতি না থাকায় সন্ধ্যা নামতেই নানারকম অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে বাণগড় এলাকা।

দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই অঞ্চলটি স্থান-কালের প্রান্তে দাঁড়িয়ে অবলুপ্তির দিন গুনছে এখন। কবে সরকারি উদ্যোগে বাণগড়ের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হবে সেদিকে তাকিয়ে দিন গুনছে গঙ্গারামপুর-সহ আপামর দক্ষিণ দিনাজপুরবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here