শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সবজির দাম বৃদ্ধিতে রীতিমত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।বৃহস্পতিবারই নবান্নে প্রশাসনিক বৈঠকে বাজারদর নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল থেকেই কলকাতার অন্তত কুড়িটি বাজারে হানা দিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি নীতি অনুযায়ী আলু, পেঁয়াজের মত একাধিক খাদ্যদ্রব্য অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ দেওয়ার ফলে দাম বাড়ছে, এমন দাবি বারবারই করছেন মুখ্যমন্ত্রী। এমনকি এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন বলেও জানিয়েছেন তিনি।পুজোর আগেই জিনিসপত্রের দাম বেঁধে দিলেও মহামারীর সুযোগে সেই দর কেউই মানছিলেন না।
রাজ্য আলুর দর ২৭টাকা কেজিতে বেঁধে দিলেও এখন তা বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি দরে। পিঁয়াজের দাম ৫০টাকা রাখা হলেও এখন তা কোথাও কোথাও ১০০টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। সেই কারণে এদিন সকাল থেকেই টালা থেকে টালিগঞ্জ, বেহালা থেকে মুকুন্দপুর, নিউ মার্কেট, গড়িয়াহাট মার্কেট, লেক মার্কেট, হাতিবাগান বাজার, জগুবাবুর বাজার সহ একাধিক এলাকায় হানাদারি চালানো চালান ইবি অফিসাররা। এই নিয়ে এবার বিশেষ রিপোর্ট পৌঁছবে প্রশাসনের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584