কলকাতা ইডির অফিসে পরপর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, ভোটের আগে নতুন ইঙ্গিত

0
68

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২০২১ বিধানসভা ভোটের আগে ফের নতুন করে টিম সাজাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদা, রোজ ভ্যালি তো ছিলই, সঙ্গে জুড়েছে কয়লা পাচার ও গরু পাচারের মতো দুর্নীতিও। চাপ বাড়ছিল এনফোর্সমেন্ট ডিরক্টরেটের কলকাতা জোনাল অফিসের।

ed | newsfront.co

সূত্রের খবর, এই গুরুত্ব বিবেচনা করেই কলকাতায় গুরুত্বপূর্ণ শীর্ষপদে একাধিক অফিসার নিয়োগ করল ইডি’র কলকাতা জোনাল অফিস। ফলে একদিকে বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্ত এবং অন্যদিকে গরু পাচার এবং কয়লা পাচার তদন্তে এবার যে গতি আসবে সে কথা বলাই যায়।ইতিমধ্যেই শুক্রবার স্পেশ্যাল ডিরেক্টর পদে দায়িত্ব নিয়েছেন সুভাষ আগরওয়াল। যিনি মূলত দায়িত্ব সামলাবেন কলকাতা, গুয়াহাটি ও ভুবনেশ্বর শাখার।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরাও পাবে আশাকর্মীদের সমতুল্য বেতন, ঘোষণা ফিরহাদের

এই কাজে তাঁকে সাহায্য করবেন জয়েন্ট ডিরেক্টর সুদেশ কুমার শেওরান। এছাড়া দীর্ঘদিন পর অ্যাডিশনাল ডিরেক্টর পদেও পৃথক নিয়োগ করেছে দিল্লি। কলকাতায় ইডি’র সব মামলার তদন্ত-সহ সবরকম দায়িত্ব সামলাবেন অ্যাডিশনাল ডিরেক্টর। ডেপুটি ডিরেক্টর পদের জন্য একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসেসের (আইআরএস) অফিসারকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে।

আরও পাঁচ ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার অফিসারকে পূর্বাঞ্চলীয় শাখা গুলির জন্য নতুন দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার মোট ছ’জন অফিসারকে কলকাতা, গুয়াহাটি ও ভুবনেশ্বর জোনাল অফিসের দায়িত্ব ভাগ করে দেবেন স্পেশ্যাল ডিরেক্টর।

আরও পড়ুনঃ ২০২১ বিধানসভা ভোটের আগেই হতে পারে কলকাতা পুরভোট !

স্পেশ্যাল ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর দায়িত্ব নিয়েই আগামী সপ্তাহে ইডির সবক’টি মামলার দায়িত্বে থাকা অফিসারদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করতে পারেন বলে খবর।

সেখানে ইডিতে চলা মামলাগুলির স্ট্যাটাস রিপোর্ট নেওয়া হতে পারে। সেখানে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামীতে কোন পথে তদন্ত এগোবে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here