নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
৪ সেপ্টেম্বর শুক্রবার আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে প্রায় ১৫ হাজার প্রার্থীর করা মামলার শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ওই পরীক্ষা সূত্রে মেরিট লিস্ট প্রকাশে অনুমতি দিলেও আগেই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন।
জানা গিয়েছে, মামলাকারীদের তরফে সওয়াল পর্ব এদিন শেষ হয়েছে। ৯ সেপ্টেম্বর রাজ্যের তরফে যাবতীয় অভিযোগের জবাব দেবেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। নিয়োগ প্রক্রিয়ায় কেমনভাবে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা দেখাতে মামলাকারীদের তরফে প্রায় ৪০০ পাতার অতিরিক্ত হলফনামা পেশ করা হয়েছে।
আরও পড়ুনঃ পার্থসারথী রায়কে নোটিশ ধরাল এনআইএ
আইনজীবী বিকাশ ভট্টাচার্য সেই হলফনামাকে ভিত্তি করে আদালতকে জানান, পরীক্ষার ফর্ম জমা করার শেষ দিনের পরেও তা জমা নেওয়া হয়েছে।
এমনকী, কোনও প্রার্থী অনলাইনে নিজের যে অ্যাকাডোমিক স্কোর জানিয়েছেন, মেরিট লিস্টে সেই নম্বর বেড়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে আবার এমনটাও দেখা গিয়েছে যে, একই বাড়ির দুই তুতো ভাইয়ের যিনি কম নম্বর পেয়েছেন, তিনি মেরিট লিস্টে আছেন। কিন্তু, বেশি নম্বর প্রাপক বাদ। টেট পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের প্রাপ্য ওয়েটেজ ভাগ্যবানদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে। বহুক্ষেত্রেই রেশিও মানা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584