চিনা মাঞ্জা-সহ সব মাঞ্জা নিষিদ্ধ রাজ্যে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানদের বলিদানের পর সারা দেশ জুড়েই শুরু হয়েছে চিনা দ্রব্য বর্জনের হিড়িক। আর এবার চিনা মাঞ্জা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলল হাইকোর্ট। এবার থেকে ঘুড়ির সুতোয় চিনা-সহ কোনও মাঞ্জাই ব্যবহার করা যাবে না রাজ্যে, জনস্বার্থ মামলার শুনানির শেষে মঙ্গলবার সাফ জানাল কলকাতা হাই কোর্ট। নির্দেশ কার্যকর করতে রাজ্যকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে।

china manja | newsfront.co
প্রতীকী চিত্র

চিনা মাঞ্জা সুতো বারবার মরণফাঁদ হয়ে উঠেছে বিভিন্ন উড়ালপুলে। কেউ মাঞ্জা সুতোয় রক্তাক্ত হয়ে বাড়ি ফিরেছেন, কারও প্রাণহানিও ঘটেছে। তার নিজের সঙ্গে ঘটে যাওয়া এক দুর্ঘটনার প্রেক্ষিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক করুণাময়ী সামন্ত। তাঁর আইনজীবী জয়ন্ত সামন্ত ২০১৭ সাল থেকে এপর্যন্ত একের পর এক ঘটনা তুলে ধরে জানান, চিনা মাঞ্জা নিয়ে প্রথম দুর্ঘটনা ঘটে ২০১৭ সালে ২৭ ডিসেম্বর।

আরও পড়ুনঃ কেন্দ্রকে বাংলায় বিমান না পাঠানোর আর্জি নবান্নের

মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় চিনা মাঞ্জায় আহত হয় এক শিশু। সম্প্রতি চলতি বছরের ১৭ মে কলকাতার ইকবালপুরে চিনা মাঞ্জায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। রাজ্যের বেশ কয়েকটি ফ্লাইওভার এবং তিলজলা, তপসিয়া, কড়েয়া, বেনিয়াপুকুর, এন্টালি সহ কলকাতা পুরসভার একাধিক এলাকায় চিনা মাঞ্জার আঘাতে আহত ও মৃত্যু হয়েছে একাধিক ব্যাক্তির।

উল্লেখ্য, গত ২৫ মার্চ ওই মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু তা সত্ত্বেও মাঞ্জা সুতো বিক্রিতে পুরোপুরি রাশ পড়েনি। এবার হাই কোর্টের নিষেধাজ্ঞার পর কড়া ব্যবস্থা নিতে সুবিধা হবে পুলিশের। হাইকোর্টের নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন পুরো মন্ত্রী তথা পুর প্রশাসক মন্ডলের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here