পুজোর ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পরিকল্পনা জানতে রিপোর্ট চাইল হাইকোর্ট

0
75

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আবহে বাংলায় বারোয়ারি দুর্গাপুজো বন্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। এই মামলাতেই এবার ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পরিকল্পনা কী, তা জানতে চেয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট।

high court | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, খোলামেলা মণ্ডপ তৈরি থেকে মণ্ডপে কোভিড নির্দেশাবলী প্রয়োগ বা মণ্ডপ দেখতে ই পাসের একাধিক ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার পরেও যে ভিড় হবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের কী পরিকল্পনা রয়েছে তা মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে আলাদা করে সোমবার রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ পুজো অনুদানের প্রত্যেক খরচের হিসেব দিতে হবে রাজ্যকেঃ হাইকোর্ট

তারপর এই নিয়ে অনুদান মামলার মতই নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দেবে হাইকোর্ট।মামলাকারীদের তরফে বলা হয়েছে, কেরলের সংক্রমণ ছিল একেবারে কম, কিন্তু ওনাম উৎসবে অনুমতি দেওয়ায় সেখানে হুহু করে সংক্রমণ ছড়াচ্ছে। কয়েকটি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তা ছাড়া মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেছেন মামলাকারীরা।

আরও পড়ুনঃ ভ্যাপসা গরমের মধ্যেই আসছে পুজো, স্বস্তি মিলবে কবে?

তারা বলেছেন, গণেশ চতুর্থী মারাঠা মুলুকের সবচেয়ে বড় উৎসব। সেখানে মহারাষ্ট্র সরকার সেই উৎসবে অনুমতি দেয়নি। সেখানে সেই কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।রাজ্য সরকার যদি পুজোর ভিড় নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে এক ভয়াবহ অবস্থা তৈরি হবে। হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া যাবে না।’ সেই মামলাতেই এবার রাজ্য সরকারের ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা জানতে চাইল হাইকোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here