শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ ২৪ পরগণাঃ
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে ত্রাণ সামগ্রী দেওয়ার সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট।
গত ২৩ এপ্রিল বালুরঘাটের গ্রামীণ অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গেলে প্রশাসন আটকে দেয় সাংসদ সুকান্ত মজুমদারকে।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে হোম কোয়ারান্টিনে পাঠায় প্রশাসন। প্রশাসনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি সাংসদ। বিচারপতি দেবাংশু বসাক সাংসদকে ত্রাণ সামগ্রী দেওয়ার অনুমতি দিল আজ।
আরও পড়ুনঃ ট্রেনে মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য
তবে কোভিড১৯ গাইডলাইন মেনে ত্রাণসামগ্রী বণ্টনের শর্ত জুড়ে দিয়েছে হাইকোর্ট। এই মামলায় ডঃ সুকান্ত মজুমদারের হয়ে মামলা করেন আইনজীবী শ্রী অরিজিৎ বক্সি এবং রাজ্য সরকারের হয়ে ছিলেন অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584