নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
স্বাভাবিক হয়নি আরজি কর হাসপাতালের পরিস্থিতি তাই আবারও আদালতের দ্বারস্থ হন মামলাকারী। সেই আবেদন ফিরিয়ে দিলো হাইকোর্ট। অবকাশকালীন বেঞ্চে নয়, রেগুলার বেঞ্চে মামলার আবেদন করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
গত ২৫ অক্টোবরের শুনানির সময়ে বেশ কিছুক্ষণ অনশনকারী পড়ুয়াদের চার প্রতিনিধির সঙ্গে কথা বলে আদালত। কিন্তু অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁরা অনড়। এই বিষয়টি নিয়ে স্বাস্থ্যসচিবের সঙ্গে কথা বলতে চান বলে জানান আন্দোলনকারীরা। ২৯ অক্টোবর স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক ধার্য করা হয়। কিন্তু সেই বৈঠকেও মেলেনি রফাসূত্র।
মামলাকারীর পক্ষ থেকে বলা হয়, আন্দোলনের জেরে হাসপাতালের মূল গেটে জমায়েত হচ্ছে। ট্রাফিক বিঘ্নিত হচ্ছে। রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। বিচারপতি দেবাংশু বসাকের তাৎপর্যপূর্ণ বক্তব্য ছিল, “গত কয়েকদিনে ডিসচার্জ করা রোগীর সংখ্যা অনেক বেশি।”
আরও পড়ুনঃ গোয়াতে ক্ষমতায় এলে ধর্মের নিরিখে ধর্মীয় ‘পর্যটনের’ প্রতিশ্রুতি কেজরিওয়ালের
বেশিরভাগ ক্ষেত্রেই রোগীকে স্থানান্তরিত করা হয়েছে গত কয়েকদিনে। এই বিষয়টি নিজেই তুলে ধরেন বিচারপতি। মামলায় বলা হয়, অতিমারি পরিস্থিতিতে হাসপাতালে এইভাবে আন্দোলন চালানো যায় না। আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা অনশন চালিয়ে যাচ্ছেন তবে অধিকাংশ ইন্টার্ন, পিজিটিরা কাজে ফিরেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584