ভার্চুয়ালে কবিতার আসর

0
77

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সময়টা এখন এমন যে, কোনও গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রেও বেছে নেওয়া হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রচলিত নাম ‘ভার্চুয়াল’। সম্প্রতি ‘চেয়ার পোয়েট্রি ইভিনিংস’-এর তৃতীয় সংস্করণ ‘কলকাতা আন্তর্জাতিক কাব্য উৎসব’ অনুষ্ঠানটিও অনুষ্ঠিত হল অনলাইনে৷

 

virtual screen | newsfront.co

২০১৮ সালে এই উৎসবটি শুরু করেন সনেট মণ্ডল ও তুষার ধাওয়াল সিং নামে দুই ব্যক্তি।তাঁরাই এই অনুষ্ঠানটির পরিচালক। প্রথমদিনের পর্বটি অত্যন্ত হৃদয়গ্রাহী এবং চিত্তাকর্ষক হয়ে ওঠে।

video screen | newsfront.co

নাইজেরিয়ান বংশোদ্ভুত লন্ডনের কবি বেন ওকরি তাঁর রচিত কবিতা ‘আ ফায়ার ইন মাই হেড’ থেকে কিছু অংশবিশেষ পাঠ করেন। এই কাব্যগ্রন্থটি একটি রাজনৈতিক ও অন্তরঙ্গ প্রেম নিয়ে লেখা।

bain okri | newsfront.co
বেন ওকরি

এরপর ইরানের কবি কাভে আকবর কিছু কবিতা পড়ে শোনান। এরপর মার্কিন পুলিতজার পুরস্কারপ্রাপ্ত কবি বিজয় শেশাদ্রি তাঁর নতুন প্রকাশিত বই ‘দ্য ওয়াজ নাউ, দিজ ইজ দেন’ থেকে কিছু অংশ পাঠ করেন।

vijay shreshadi | newsfront.co
বিজয় শেশাদ্রি

এছাড়াও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপক ভারতীয় কবি অশোক বাজপেয়ী, কেকি এন দারুওয়ালা, এস্তোনিয়ার কবি ট্রিম সমেটস এই সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ‘সঞ্চারী’ তে ফের দক্ষতা প্রমাণ করলেন অনির্বাণ, মধুপর্ণা ও দেবাশিস

এঁরা ছাড়াও বহু বিশিষ্ট কবি যেমন নিকোলা ম্যাডজিরভ, এলিসা বিয়াগিনি, হ্যারি ম্যান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেন।আঞ্চলিক কবি এ জে থমাস, নবীনা দাস, প্রিয়াও ছিলেন হাজির। সবমিলিয়ে এই ভার্চুয়াল কবিতার আসর মুখরিত হয়ে ওঠে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here