কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা ছয় উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স -এর নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের।
উমেশ যাদবের বলে ফিরে যান ঋতুরাজ, এরপর এক এক করে আম্বাতি রাইডু(১৫), শিভম দুবে (৩) । একমাত্র ক্রিকেটার রবিন উথাপ্পা (২৮) কিছুটা হলেও ভালো ব্যাট করেন। তিনি ব্যাক্তিগত ২৮ রানে বরুণ চক্রবর্তীর বলে স্ট্যাম্প আউট হন। একসময় ১১ ওভারে ৬১ রানে ৫ উইকেট অবস্থায় ব্যাট করতে নামেন প্রাক্তন সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে ১৩১ রান করেন। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়াম ধোনি ধামাকা দেখতে পান প্রথম ম্যাচেই। অর্ধশতরান করেন মাত্র ৩৮ বলে, সাতটি চার ও একটি ছয়ের মাধ্যমে। অপরদিকে রবীন্দ্র জাদেজা ২৮ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে কলকাতা নাইটসের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার। প্রথম উইকেট জুটিতে ৪৪ রান করেন। এরপর নিতিশ রানা ২১ ও স্যাম বিলিংস ২৫ এবং অজিঙ্কা রাহানে ৪৪ রান করেন। শেষ পর্যন্ত নাইটদের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (২০*) চার মেরে কলকাতাকে প্রথম জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। সুপার কিংসের একমাত্র সফলতম বোলার ব্রাভো তিনটি উইকেট পান। আজকের ম্যাচের সেরা উমেশ যাদব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584