১ এপ্রিল থেকে বাড়তে চলেছে প্যারাসিটামল, হার্টের ওষুধ সহ প্রায় ৮০০ টি ওষুধের দাম

0
86

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উচ্চ রক্তচাপে ভুগছেন? রক্তচাপ আরো বাড়িয়ে দিতে পারে ১ এপ্রিল থেকে এইসব ওষুধের বর্ধিত মূল্য। সাধারণ প্যারাসিটামল থেকে শুরু করে ব্লাড প্রেসারের ওষুধ, পাশাপাশি অত্যন্ত জরুরি হার্টের ওষুধ সহ অ্যান্টিবায়োটিক এসবের ভালো রকম দাম বাড়তে চলেছে ১ এপ্রিল থেকে।

Medicine | newsfront.co
প্রতীকী চিত্র

ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথারিটি অব ইন্ডিয়া (NPPA) -র তরফে জানানো হয়েছে হোলসেল প্রাইজ ইনডেক্সের পরিবর্তন করা হচ্ছে। ২০২১ অর্থবর্ষ অনুযায়ী ওষুধের দাম ১০.৭ শতাংশ বাড়ছে। এর ফলে দাম বাড়বে প্রায় ৮০০ টি ওষুধের। উল্লেখ্য, ১ এপ্রিল থেকে যেসব ওষুধের দাম বাড়তে চলেছে তার মধ্যে অধিকাংশ ওষুধই অত্যাবশ্যকীয়। ১০.৭ শতাংশ দাম বৃদ্ধির কারণে এই অত্যাবশ্যকীয় ওষুধগুলির এক ধাক্কায় বেশ অনেকটাই দাম বাড়তে চলেছে বলে আশংকা করা হচ্ছে। এনপিপিএ-র জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অর্থনীতি পরামর্শদাতার দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের তুলনায় ২০২১ সালের হিসাবের ভিত্তিতে ওষুধের দাম ১০.৭৬ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ এসএসসি দুর্নীতিতে নজিরবিহীন নির্দেশ, কমিশনের প্রাক্তন উপদেষ্টার সম্পত্তির হিসেব চাইল আদালত

মূলত যেসব ওষুধের দাম বাড়ছে সেগুলি হল, প্যারাসিটামল, ফেনোবারবিটোন, ফেনিটোইন সোডিয়াম, অ্যাজ়িথ্রোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, হাইড্রোক্লোরাইড ও মেট্রোনিডাজ়লের মতো ওষুধ। যেগুলি জ্বর, বিভিন্ন সংক্রমণ ইত্যাদি কমাতে ব্যবহৃত হয়। এছাড়া তালিকায় রয়েছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ত্বকের অসুখ ও রক্তাল্পতার ওষুধও। আগামী ১ এপ্রিল থেকেই লাগু হতে চলেছে এই নতুন দাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here