নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবার কলকাতা ও লন্ডনের মধ্যে সরাসরি উড়ান যোগাযোগ চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি আগামী ১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের আরও ন’টি শহরে সেই পরিষেবা মিলবে। করোনা ও লকডাউনের জেরে বন্ধ আন্তর্জাতিক উড়ান।
প্ৰয়োজনে নিরিখে বন্দে ভারত মিশনের অধীনে কিছু উড়ান চালানো হচ্ছে। এবার সেই পরিপ্রেক্ষিতেই এক দশক পর কলকাতা থেকে লন্ডনের সরাসরি বিমান পরিষেবা চালু হবে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়ে যাবে উড়ান।
২৪ অক্টোবর পর্যন্ত বন্দে ভারত প্রকল্পের অধীনে চলবে এই কলকাতা লন্ডন উড়ান। তারপর আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হয়ে গেলে এমনিতেই এয়ার ইন্ডিয়ার উড়ান কলকাতা থেকে সরাসরি লন্ডন পাড়ি দেবে। সপ্তাহে দুটি করে এই বিমান চালুর পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুনঃ উদ্ভাবনী তালিকায় প্রথম ৫০-এ ভারত
২০০৮ সালে এয়ার ইন্ডিয়া এই পরিষেবা বন্ধ করে দিয়েছিল কলকাতা থেকে। তা আবার চালু হচ্ছে। বর্তমানে ১২ জোড়া বিমান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ব্রিটেন ও ভারতের মধ্যে চুক্তি হলে এই উড়ান সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে।
বুধবার টুইটারে জাতীয় উড়ান সংস্থার তরফে বলা হয়, ‘#ফ্লাইএআই : এবার লন্ডন থেকে ভারতের ১০ টি শহরে একটানা উড়ান চলবে। বন্দেভারত মিশনের আওতায় এখন যে বিমানগুলি আছে, সেগুলির পাশাপাশি আগামী ১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এয়ার ইন্ডিয়া বাড়তি উড়ান চালাবে।’
আরও পড়ুনঃ ইন্টারনেটে আত্মহত্যা সংক্রান্ত কিওয়ার্ডস সার্চের সংখ্যা বেড়েছে, বলছে গবেষণা
পরে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার কলকাতা থেকে লন্ডনগামী উড়ান ছাড়বে। আর বুধবার ও শনিবার লন্ডন থেকে কলকাতার উদ্দেশে বিমান রওনা দেবে। সেজন্য ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে।
এদিকে, মঙ্গলবার কলকাতার সঙ্গে দেশের ছয় শহরে বিমান যোগাযোগ চালু হয়েছে। তার ফলে যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ। বিমান ওঠা-নামার সংখ্যাও বেড়েছে ৩০ টি। ভিড়ের চেনা ছবিটি আবার বিমানবন্দরে ফিরে এসেছে। মঙ্গলবার কলকাতা থেকে ৯২ টি বিমান দেশের অন্যত্র গিয়েছে। তাতে যাত্রী সংখ্যা ছিল ১১৯১৬ জন।
অন্যদিকে, ৯৩ টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। তাতে যাত্রী ছিলেন ১৩৬৩৩ জন। ট্রেন বন্ধ থাকায় কলকাতা থেকে বিমানে প্রচুর পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন। তবে বিমানবন্দরের নিয়ম-নীতি না জানার ফলে অনেক পরিযায়ী শ্রমিক সময়ে বিমান ধরতে ব্যর্থ হচ্ছেন বলেও জানা গিয়েছে। এই সংখ্যাটা মঙ্গলবার ১০০ ছাড়িয়ে গিয়েছে।
অধিকর্তা কৌশিক ভট্টাচার্য বলেন,৯০ শতাংশ যাত্রী প্রথমবার বিমান যাত্রা করছেন। তাই কিছু ক্ষেত্রে তাঁদের সমস্যা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য, কারও মুখে মাস্ক নেই। আবার কারও মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা ছিল না। তামিলনাড়ু ও কেরলের নির্দিষ্ট বোর্ডিং পাস ছিল না অনেক যাত্রীর কাছে।
এমনকী বোর্ডিং পাস নেওয়া সহ অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলি অনেক যাত্রী জানেন না। এই সমস্যার সমাধানে বুধবার বৈঠকে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। সমস্ত এয়ারলাইন্সগুলিকে বলা হয়েছে, আজ, বৃহস্পতিবার কর্মী সংখ্যা বৃদ্ধি করতে। প্রবেশ গেটে পরীক্ষার জন্য বাড়ানো হচ্ছে সিআইএসএফ জওয়ানের সংখ্যা। দুটি নতুন ব্যাগ স্ক্যানারও বাড়ানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584