কয়েক দশকের মধ্যে সবথেকে ভয়ঙ্কর দুর্যোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কলকাতার

0
110

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

ছবি: টুইটার

আইলা,বুলবুল ও ফনির থেকেও বেশি প্রভাব পড়তে পারে কলকাতায় আমপানের।আবহাওয়াবিদদের মতে শেষ মুহূর্তে যদি গতিপথ পরিবর্তন না করে আমপান তাহলে কলকাতায় ভয়ানক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আমপান সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার গতিবেগে। সেটা যদি সত্যি তাহলে কলকাতায় আমপানের গতিবেগ থাকবে ঘন্টায় ১১০-১২০ কিলোমিটার।

আইলা যখন সুন্দরবনে ঘন্টায় ১২৫-১৩০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছিল তখন কলকাতায় তার গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেই সময়ই কলকাতায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল-কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা।

ফণি বা বুলবুলের সময় কলকাতায় খুব একটা প্রভাব পড়েনি। কিন্তু আবহাওয়াবিদদের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দুর্যোগের সম্মুখীন হতে চলেছে কলকাতা।

আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গণেশ কুমার দাস জানান, “এই শক্তিশালী ঘূর্ণিঝড় যদি শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন না করে তাহলে কলকাতায় এই ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে। পূর্ব ও দক্ষিণ কলকাতায় ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি।”

আরও একটি কারণে আমপান বেশি ভয়ঙ্কর হতে চলেছে সেটা হলো এই ঝড়ের স্থায়িত্ব। আবহাওয়াবিদদের মতে ১২ ঘন্টার বেশি সময় ধরে তান্ডব চালাতে পারে এই ভয়ানক ঘূর্ণিঝড়।

আরও পড়ুন:প্রবল বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আমপান’

অন্যদিকে ইতিমধ্যেই কলকাতায় এর প্রভাব পড়তে শুরু করেছে। বেহালার একটি পুরনো বাড়ির কার্নিশ ভেঙে পড়েছে। অনেক জায়গাতেই গাছপালা উপরে রাস্তায় পড়ে আছে। যদিও হতাহতের কোনো খবর নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here