আগামীকাল মেট্রোর নন-এসি রেকের বিদায় অনুষ্ঠান মহানায়ক উত্তমকুমার স্টেশনে

0
61

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বাঙালির নস্টালজিয়ার মধ্যে মেট্রো বা পাতাল রেল হল অন্যতম। শহর কলকাতার ঐতিহ্য ধরে রাখে এই মেট্রো। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর। যাত্রী নিয়ে এসপ্লানেড থেকে ভবানীপুর (এখন নেতাজি ভবন) পর্যন্ত প্রথম ছুটেছিল মেট্রো। পরে প্রায় ২৩ বছর সময় লেগেছিল টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত এই মেট্রো পরিষেবা চালু করতে। আগামীকাল, রবিবার পাকাপাকিভাবে বিদায় নেবে সেই মেট্রোর নন-এসি রেক।

Kolkata Metro
নিজস্ব চিত্র

গত বছর অর্থাৎ ২০২০ সালের নভেম্বরেই শেষ হয়ে গেছে মেট্রো রেলের নন-এসি রেকের যাত্রা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে মহানায়ক উত্তম কুমার স্টেশনে বিদায় জানানো হবে মেট্রোর নন-এসি রেককে। শুধু তাই নয়, রবিবার সারাদিন নানারকম অনুষ্ঠান হবে ওই স্টেশনে। প্রায় ৩৭ বছর ধরে পরিষেবা দিয়ে গিয়েছে মেট্রোর এই নন-এসি রেক। রবিবার সেই রেকগুলিরই নানা গল্প শোনা যাবে বিদায়বেলার অনুষ্ঠানে।

আরও পড়ুনঃ ডিজিটাল ভারতে মোবাইল রিচার্জের ক্ষেত্রেও লাগবে ‘প্রসেসিং ফি’, চালু করল ফোনপে

রাঁচীতে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের কারখানায় তৈরি হয়েছিল মেট্রোর এই নন-এসি রেকগুলি। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত সেই রেকগুলি প্রায় একাই পরিষেবা দিয়ে গিয়েছে। পরে কর্নাটকের নিউ গভর্নমেন্ট ইলেকট্রিক ফ্যাক্টরিতে তৈরি হয় অন্যান্য আরও কয়েকটি নন-এসি রেক। যা প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮টি সাধারণ রেক রয়েছে মেট্রোর সংগ্রহে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here