ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আগামী ২৬ জুলাই থেকে করোনা টিকাকরণে টোকেনের ব্যবস্থা শুরু করতে চলেছে কলকাতা পুরসভা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রাথমিক ভাবে ১৮-৪৪ বছর বয়সীদের জন্য চালু হচ্ছে টোকেন ব্যবস্থা। প্রতিদিন বিকেল ৪টে থেকে ৬টা অবধি পাওয়া যাবে টোকেন।
কলকাতার ১৪৮ টি ছোট-বড় টিকাকেন্দ্রে আপাতত চালু করা হচ্ছে এই টোকেন। টিকা নেওয়ার জন্য ভিড় ও লম্বা লাইন এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ফিরহাদ হাকিম। ১৮-৪৪ বছর বয়সীদের আপাতত দেওয়া হবে টোকেন কারণ হিসেবে মেয়র জানিয়েছেন ৪৫ বছরের উর্ধে যাঁরা তাঁদের একটা বড় অংশকে ইতিমধ্যেই টিকাদান সম্পন্ন করা গিয়েছে সেকারণে টিকা কেন্দ্রে তাঁদের ভিড় তুলোনামূলকভাবে অনেক কম।
আরও পড়ুনঃ দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রকল্পে উপকৃতদের একটা বড় অংশই মহিলা, প্রশংসায় অমর্ত্যের ‘প্রতীচী’
ফিরহাদ হাকিম আরো বলেন টিকা সংক্রান্ত জালিয়াতি যাতে না হয় এই পদ্ধতিতে তাও নিশ্চিত করা সম্ভব হবে। যিনি টিকা নেবেন তিনি নিজের আধার কার্ডের কপি নিয়ে নিকটবর্তী টিকা কেন্দ্রে বিকেল ৪টে থেকে ৬ টার মধ্যে গিয়ে টোকেন সংগ্রহ করবেন, পরের দিন নির্দিষ্ট সময়ে ওই টোকেন নিয়ে টিকাকেন্দ্রে গেলেই তাঁকে টিকা দেওয়া হবে। “বেশ কিছু টিকা কেন্দ্রে আমরা দেখেছি মানুষ রাত অবধি লাইন দিয়ে রয়েছেন টিকার জন্য, এখন থেকে টোকেন দেওয়ার ফলে তাঁদের আর এই দুর্ভোগ পোয়াতে হবে না।”, এমনটাই জানিয়েছেন কলকাতার মহানগরিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584