কলকাতার মানুষের শরীরে কি তৈরি হচ্ছে করোনার অ্যান্টিবডি! উত্তর খুঁজবে পুরসভা

0
56

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কলকাতায় করোনা আক্রান্তের হার ক্রমশই উপরের দিকে। তবে লাগাতার তিন দিন ধরে একই পরিমাণ টেস্ট হলেও রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা কমছে।

coronavirus | newsfront.co
প্রতীকী চিত্র

এই অবস্থায় কলকাতাবাসীদের দেহে অ্যান্টি বডি তৈরি হচ্ছে কিনা সে বিষয়ে উত্তর খুঁজতে পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা সূত্রে খবর,১৬টি বরো এলাকার ১৬ টি ওয়ার্ড থেকে ৪০ জন ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হবে। এদিকে কনটেনমেন্ট জোনগুলি থেকে সংগ্রহ করা হবে আরও ১০০ জনের রক্তের নমুনা। এই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে চেন্নাইয়ের আইসিএমআর-এ।

আরও পড়ুনঃ তৃণমূল নেতা সত্যজিৎ বিশ্বাস খুনে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ষষ্ঠবার জেরা সিআইডির

করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ করার মত অ্যান্টিবডি শহরবাসীর শরীরে তৈরি হয়েছে কিনা তা খুঁজে বের করবেন চেন্নাইয়ের আইসিএমআর এর বৈজ্ঞানিকরা।

পরীক্ষার ফলাফল আসার পর একটা সার্বিক অনুমান পাওয়া যাবে, এমনটাই মনে করছে পুর কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএমআরের নির্দেশ মোতাবেক কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ এই রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাবে বলে জানিয়েছেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here