জট পাকছে ভেন্ডারমহলে

0
62

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

জটিলতা কমতে কমতেও কমে না। ভাবছেন কী রকম? বলি তা হলে। আগামিকাল থেকে শুটিং শুরু হওয়ার কথা। স্বভাবতই খুশির হাওয়া টলিমহলে। প্রায় ৮৫-৮৬ দিন পর আবার সবাই ফিরছে কাজে। আনন্দ হওয়ারই কথা। ওদিকে জট পাকছে ভেন্ডার মহলে।

প্রতীকী চিত্র

সূত্রের খবর অনুযায়ী, ভেন্ডারদের কথায়, তাদেরও কিছু দাবি ছিল। সেগুলি মেনে নেওয়া হয়নি। তাই তাদের বক্তব্য, “কাজ শুরু হচ্ছে হোক, কলটাইম পড়ছে পড়ুক, আমরা ইকুইপমেন্ট দেব না।”

আরও পড়ুনঃ আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে রাজনীতি শুরু হয়েছেঃ দেবযানী চট্টোপাধ্যায়

ভেন্ডারদের কাছ থেকে আসে ক্যামেরা, লাইট, ড্রেস, খাবার। ভেন্ডারে কর্মরত অসংখ্য কেয়ার টেকারদের দায়িত্ব নেওয়া নিয়ে সব তরফে উদাসীনতা থাকার কারণেই বেঁকে বসেছে ভেন্ডার। এই সিদ্ধান্তে তারা যদি অটুট থাকে তা হলে শান্তিপূর্ণ ভাবে চলবে তো কাজ? আদৌ তা শুরু করা কি হবে সম্ভব? চোখ থাকল ১১ জুনের দিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here