আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে রাজনীতি শুরু হয়েছেঃ দেবযানী চট্টোপাধ্যায়

0
546

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে প্রযোজকদের আনা অভিযোগের তীব্র প্রতিবাদ করলেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। প্রযোজকদের মতে, চ্যানেল, ফেডারেশন এবং প্রযোজকরা শুটিঙের ব্যাপারে একমত হলেও বাধ সাধছে আর্টিস্ট ফোরাম। এভাবে মতানৈক্য নিয়ে কাজ করা সম্ভব নয় বলে মনে করেন তাঁরা।

Debjani Chatterjee | newsfront.co

তাঁদের অভিযোগ, “আর্টিস্ট ফোরাম বিমার ব্যবস্থা হওয়ার আগে শিল্পীদের কাজে যেতে দেবে না।” অভিনেত্রী এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রেখে জানান, “আর্টিস্ট ফোরাম কখনও বলেনি যতক্ষণ না ইন্সিয়ুরেন্সের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ শুটিং শুরু হবে না৷ বরং আর্টিস্ট ফোরামের বক্তব্য, যতদিন না বিমা তৈরি হচ্ছে ততদিন যেসব আর্টিস্ট শুটিং করবেন তাদের শরীরে কোনও সমস্যা সৃষ্টি হলে তার দায়িত্ব চ্যানেল, ফেডারেশন এবং প্রযোজকরা নেবেন সেই আশ্বাসটুকু চাওয়া হয়েছিল।”

অভিনেত্রীর মতে, আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে একটা রাজনীতি শুরু হয়েছে। পাশাপাশি যেসব টেকনিশিয়ান ভাইবোনেরা কাজে ফিরতে চাইছেন তাঁদের উদ্দেশ্যে তিনি বলেছেন- “তোমাদের দায়িত্ব কি প্রযোজকরা নিচ্ছেন যতদিন না বিমা তৈরি হচ্ছে? আর্টিস্টদের দায়িত্ব নিচ্ছেন না। ভেবে দেখো তো এটা ন্যায় নাকি অন্যায়?”

আরও পড়ুনঃ রিয়াজের সাথে ঘর বাঁধছে বিজয়ন কন্যা বীণা

একইভাবে যেসব শিল্পীরা কোনওকিছুর তোয়াক্কা না করে কাজে ফিরত্ব চাইছেন তাঁদের উদ্দেশ্যেও তিনি বলেন- “তুমি কোনও কিছুকে তোয়াক্কা না করে কাজে ফিরতেই পারো, ভাবতেই পারো যা হওয়ার হবে। কিন্তু একটা কথা ভেবে দেখেছো তো, যদি তোমার দ্বারা কেউ অসুস্থ হয় কোনওভাবে তুমি কি দায় নেবে তার?”
সকলের কাছে গোটা বিষয়টা আরেকটু ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here