শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিস্থিতিতে সবাই মাস্ক ব্যবহার করলেও অসতর্কভাবে অনেকেই রাস্তার মধ্যেই ফেলে রাখছেন ব্যবহৃত মাস্ক।
আর তার থেকে থেকে যাচ্ছে সংক্রমণের সম্ভাবনাও। তা নিয়েই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। এমনটাই জানালেন পুরো প্রশাসক ফিরহাদ হাকিম।
শুক্রবার পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন, ‘রাস্তায় মাস্ক পড়ে থাকতে দেখা যাচ্ছে। এটা ঠিক নয়। তার কারণ মাস্ক এর মধ্যেও সংক্রমণ থাকতে পারে। আর সেই সংক্রমণ সাফাই কর্মীদের দেহেও চলে যেতে পারে।
আরও পড়ুনঃ বিনা প্রতিদ্বন্দীতায় রাজ্যসভায় নির্বাচিত কর্ণাটক থেকে ৪, অরুণাচল থেকে ১
তাই আমি সাফাই কর্মীদের নির্দেশ দেব তারা যেন সঠিক পোশাক পরেই এই ধরনের সাফাইয়ের কাজ করেন। পাশাপাশি এই মাস্ক এর ফলে ক্ষতি হতে পারে আশেপাশের মানুষেরও। যারা ফেলছেন তাদের এটা মাথায় রাখা উচিত সাফাই করে যারা তারাও মানুষ। তাই এ ধরনের কাজের জন্য কড়া নিয়ম আনার প্রয়োজন আছে। খুব শীঘ্রই আমরা কড়া আইন আনতে চলেছি।’
অন্যদিকে গড়িয়া শ্মশানে পচা গলা মরদেহ বিতর্কে এবার পুর-চেয়ারম্যান এবং পুর কমিশনারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
এদিন রাজ্যপালের টুইটের জবাবে প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “রাজ্যপাল পাবলিসিটির জন্য এটা করছেন। আমি এই নিয়ে কথা বলব না। উনি যদি রাজ্যপাল হিসেবে রিপোর্ট চাইতেন, আমি দিতাম। যেহেতু একটা দলের হয়ে কাজ করতে এসেছেন, তাই আমি কোনও রিপোর্ট দেব না, কথাও বলব না।” তবে রাতেই রাজ্যপাল টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবের জবাব এসেছে। মৃতদেহ সৎকারে অব্যবস্থা কার্যত স্বীকার করে নিয়ে ভবিষ্যতে নিয়ম-পদ্ধতি পালনের কথা বলা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584