মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
লাগাতার সাতদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। আজ কলকাতায় পেট্রোলের দাম ১০৫ টাকার বেশি। আইওসি-র পাম্পে এক লিটার পেট্রোলের দাম ১০৫.০৯ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৩৫ পয়সা বেড়ে হল ৯৬.২৮ টাকা। লাগাতার জ্বালানীর দাম বৃদ্ধির জেরে পুজোর সময় গাড়ি নিয়ে ঘোরার পরিকল্পনা আছে এমন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
লাগাতার তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারকে একহাত নিল বিরোধীরা। তাঁদের দাবি, অন্যান্য ক্ষেত্রে তেলের এই অগ্নিমূল্যের কারণে আগামীদিনে মানুষের জীবন আরও ভয়ঙ্কর করে হয়ে উঠবে। এদিকে, ক্ষুব্ধ সংশ্লিষ্ট মহল বলছে, এই নিয়ে সাত দিন লাগাতার দাম বাড়ল জ্বালানির। যতদিন যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কারণে পরিবহণ খরচ মাত্রাও বেড়ে যাচ্ছে। এতে সব থেকে বেশি সমস্যা পরবে সাধারণ মানুষ। কারণ জ্বালানির দাম এভাবে বাড়তে থাকলে আরও আগুন হবে খাদ্যপণ্য-সহ নিত্য প্রয়োজনীয় সব কিছু। তা স্বত্ত্বেও পেট্রোল-ডিজেলের দাম কমানো বা দামে লাগাম টানার বিষয়ে সরকারের চিন্তা ভাবনাই নেই।
আরও পড়ুনঃ চতুর্থীর রাতে কলকাতার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, ধড় থেকে ছিন্ন হয়ে গেল যুবকের মাথা
এর মধ্যে কেন্দ্র সরকারের কাছে বার বার দাম কমানোর আর্জি জানিয়েছেন মধ্যবিত্তরা। কিন্তু তা সত্ত্বেও তেলে উৎপাদন শুল্ক কমায়নি মোদী সরকার। এদিকে, গ্যাসের ভর্তুকিও প্রায় উধাও। এভাবে চলতে থাকলে পুজো মরশুমে ম্লান হয়ে যাবে সাধারণ মানুষের আনন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584