মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
অগ্নিমূল্য রান্নার গ্যাস। এদিকে সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রোলের দাম। জ্বালানির দাম বৃদ্ধিতে নাজেহাল জনজীবন। লাগাতার মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সব মিলিয়ে বাংলা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ক্রমশ বেড়েছে জ্বালানির দাম। এই মূল্যবৃদ্ধি যেন রোজকার রুটিনেই পরিণত হয়েছে। রবিবারও এর ব্যতিক্রম হল না। অতীত রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলল পেট্রোলের দাম।
আজ, রবিবার, লিটারপ্রতি ৪১ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৪৫ পয়সা। বাড়ল ডিজেলের দামও। লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ২৭ পয়সা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ১০০ পেরিয়েছে এক লিটার পেট্রোলের মূল্য। গতকাল, শনিবার দার্জিলিঙে পেট্রোলের দাম দাঁড়াল লিটারপ্রতি ১০০ টাকা ৪৮ পয়সা। আলিপুরদুয়ারে দাম হয়েছে প্রতি লিটারে ১০০ টাকা ১০ পয়সা। কোচবিহারে পেট্রোলের দাম ছিল ১০০ টাকা ১ পয়সা।
এছাড়া, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও শতরান করেছে পেট্রোল। শনিবার পুরুলিয়ায় পেট্রোলের দাম ছিল ১০০ টাকা ৫ পয়সা। কৃষ্ণনগরে পেট্রোলের দাম ছিল ১০০ টাকা ২৪ পয়সা।
আরও পড়ুনঃ দেশে টানা ৭ দিন দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে, মৃত্যু আবারও হাজারের দোরগোড়ায়
এদিকে, আজ রবিবার দিল্লিতে লিটারপ্রতি পেট্রোল কিনতে খরচ পড়ছে ৯৯.৫১ টাকা। একলিটার ডিজেলের দাম ৮৯.৩৬ টাকা। মুম্বইয়ে একলিটার পেট্রোল ও ডিজেল কিনতে খরচ যথাক্রমে ১০৫.৫৮ টাকা ও ৯৬.৯১ টাকা। চেন্নাইতেও একশ পেরিয়েছে পেট্রোলের দাম। এই শহরে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০০.৪৪ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584