সোমবার লকডাউন ভেঙে কলকাতা পুরসভা ঘেরাও, বিক্ষোভের পরিকল্পনা বিজেপির

0
67

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা পুরসভা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি বিজেপির। লকডাউন উপেক্ষা করেই পালন করা হবে কর্মসূচি। রাজ্যে চলছে না লোকাল ট্রেন, তাই জেলার কর্মী-সমর্থকদের থেকে এবার বিজেপি বেশি ভরসা রাখছে কলকাতার কর্মী-সমর্থকদের ওপর। তবে বিশেষ জোর দেওয়া হচ্ছে যুব ও মহিলা শাখার ওপর।

BJP Protest
প্রতীকী চিত্র

গত বুধবার দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কলকাতার যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই ‘পুরসভা ঘেরাও’ কর্মসূচিকে বড় আকার দেওয়ার পরিকল্পনা তাঁরা সেরে ফেলেছেন বলেই বিজেপি সূত্রে খবর।

রাজ্যে এখন কোভিডের কারণে কড়া বিধিনিষেধ জারি রয়েছে। ৫০ জনের বেশি জমায়েতে রয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে বিক্ষোভ দেখালে পুলিশের বাধার মুখে পড়তে হবে, তা জেনেই গেরুয়া শিবির এই কর্মসূচি সাজিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে কেন সংঘের ঘরের লোক ধামি! বুঝতে হলে জানতে হবে পরিচয়

এক দলীয় নেতা জানিয়েছেন, “এমনিতেও পুলিশকে জানালে অনুমতি পাওয়া যাবে না। বড় জমায়েত হওয়ায় পুলিশ বাধাও দেবে। তাই প্রশাসনের অনুমতি ছাড়াই হবে পুরসভা ঘেরাও।” গত অক্টোবর মাসের নবান্ন অভিযানে পুলিশ জলকামানের সাহায্যে রঙিন জল ছুঁড়ে ছত্রভঙ্গ করেছিল জমায়েত, এবারও সে কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা জানা গিয়েছে এমনটাই।

আরও পড়ুনঃ রজ:স্বলা মহিলাদের কোভিড টিকা না নেওয়ার পরামর্শ, তিনটি জেলা থেকে অভিযোগ

বিজেপি সূত্রে খবর , সোমবার শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে পুরসভার দিকে যাবেন তাঁরা। পুলিশ যেখানে মিছিল আটকাবে সেখানে বসে পড়েই দেখানো হবে বিক্ষোভ। তবে এত পরিকল্পনা থাকলেও প্রশাসনিক বাধার সামনে বিক্ষোভ কর্মসূচি কতটা সফল হবে তা নিয়ে ধন্দে রয়েছেন বিজেপি কর্মীরাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here