উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
মিছিল নিয়ে বিজেপির অনমনীয় মনোভাব দেখে পিছু হটল পুলিশ। শর্ত সাপেক্ষে পায়ে হেঁটে মিছিলের অনুমতি দিল পুলিশ। সেই সঙ্গে মিছিলের রুট আলোচনার পরিপেক্ষিতে পাল্টাল বিজেপি। বিজেপির পক্ষ থেকে এমনটাই জানাল বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট রাকেশ সিং।
অন্যদিকে মিছিলে উপস্থিতি নিয়ে বৈশাখীর অনিশ্চয়তা ছিলই। বান্ধবীকে অনুসরণ করে শোভন চট্টোপাধ্যায়ও কি তবে অনুপস্থিত থাকবেন? এবার এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, শোভন-বৈশাখী স্বাগত মিছিলে তাঁদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইতিমধ্যেই বদল হয়েছে মিছিলের অ্যাজেন্ডা।
আরও পড়ুনঃ শোভনের নেতৃত্বে মিছিল শুরু হতে চলেছে কলকাতায়, তৈরি পুলিশও
আর নয় অন্যায়ের ব্যানারেই হতে পারে সোমবারের মিছিল। যদিও তাঁদের আসা নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর জানানো হয়নি দলের তরফে।
সোমবারের প্রস্তাবিত মিছিলে যাচ্ছেন না বৈশাখী। গতকালই এমন খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, শেষ পর্যন্ত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জন করা যায়নি। কাজেই মিছিলে আসা নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই। এবার শোভন চট্টোপাধ্যায়ও সেই পথেই হাঁটতে চলেছেন বলে খবর।
আরও পড়ুনঃ ২০২০-তে নারী নির্যাতনের রেকর্ড অভিযোগ! বেশিরভাগই গার্হস্থ্য হিংসা, শীর্ষে যোগী রাজ্য
এমনিতেই সোমবারের র্যালির জন্য পুলিশি অনুমতি না মেলায় শুরু থেকে বিপাকে পড়তে হয়েছিল বিজেপিকে। যদিও পরে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি মিলিছে বলেই জানান বিজেপি নেতা রাকেশ সিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584