প্রতিবাদ টিম ইন্ডিয়ার, ব্রিসবেনে খেলতে যেতে চায় না তারা

0
47

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

যদি ২০ হাজার দর্শক সিডনিতে খেলা দেখতে পারেন, তবে তাদের কেন হোটেল কোয়ারান্টাইনে আটকে থাকতে হবে? প্রশ্ন তুলছে টিম ইন্ডিয়া। ভারতীয় শিবিরের স্পষ্ট মত, তাদের সঙ্গে চিড়িয়াখানার পশুদের মতো আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

players | newsfront.co

রবিবারের করোনা টেস্টে ভারতীয় শিবিরের সকলের রিপোর্ট নেগেটিভ আসায় বাকি সফরে তাঁদের কোয়ারান্টাইনে থাকার কোনও যুক্তি নেই বলে ক্রিকবাজকে জানিয়েছেন টিম ইন্ডিয়ার এক ঘনিষ্ঠ সূত্র। সাধারণ অস্ট্রেলিয়ানদের মতোই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আচরণ করতে হবে, এমনটাই দাবি টিম ইন্ডিয়ার। ক্রিকেটাররা আর পাঁচজন অস্ট্রেলিয়ান নাগরিকদের মতোই করোনা প্রোটোকল মেনে চলতে রাজি।

আরও পড়ুনঃ নতুন বছরটাও জয় দিয়ে শুরু করল টিম হাবাস

সংশ্লিষ্ট সূত্র জানান, “যদি আপনি দর্শকদের মাঠে ঢুকে খেলা উপভোগ করার স্বাধীনতা দেন এবং আমাদের খেলা শেষ হলে সোজা মাঠ থেকে হোটেলে কোয়ারান্টাইনে ঢুকে পড়তে বলেন, সেটা কার্যত দ্বি-চারিতার সমান। আমরা যেহেতু সকলেই করোনা টেস্টে নেগেটিভ, তাই আমাদের সঙ্গে চিড়িয়াখানার পশুদের মতো আচরণ মেনে নেওয়া সম্ভব নয়।“

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় করোনা বিধি ভাঙলেন রোহিত-সহ পাঁচ ক্রিকেটার

তিনি আরও জানান যে, ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিম ভারতীয় দলকে হোটেলে তাদের জন্য নির্ধারিত ফ্লোর ছেড়ে বেরোতে বারণ করে। ভারতীয় টিম ম্যানজমেন্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, তাদের পক্ষে এমন নিষেধাজ্ঞা মেনে চলা সম্ভব নয়। অন্যদিকে ১৫ জানুয়ারি ব্রিসবেনে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ।

কিন্তু ভারতীয় দল চতুর্থ টেস্টের জন্য ব্রিসবেনে রওনা হতে চায় না, বরং সিডনিতেই থাকতে চায়। আসলে এর কারণ যে ভারতীয় দল আবারও কোয়ারেন্টিনে থাকতে চায় না। গত কিছুদিনে সিডনিতে করোনার সংক্রমণ যথেষ্ট বেড়েছে, এই অবস্থায় হতে পারে যে ব্রিসবেনে পৌঁছনোর পর দলকে আরও একবার কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানেই টিম ইন্ডিয়ার আপত্তি।

আরও পড়ুনঃ করোনা বিধি ভঙ্গের পাশাপাশি রোহিতের খাদ্য তালিকা ঘিরেও বিতর্ক

ভারতীয় শিবির অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিন পিরিয়ড কাটিয়ে ফেলেছে। এরপর টিম এই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে স্পষ্ট ছিল যে কোয়ারেন্টিন পিরিয়ড সম্পূর্ণ হওয়ার পর তাদেরও অন্যদের মতো স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু সেই স্বাধীনতা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাই এখন দলের ভয় এটাই যে চতুর্থ টেস্টের জন্য ব্রিসবেনে যাওয়ার পর তাদের না আবারও বায়ো-বাবলে যেতে হয়। এই কারণেই ভারতীয় দল সিডনিতেই থাকতে চায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here