রক্তসংকট কাটাতে নেতাজি ইন্ডোরে মাসব্যাপী রক্তদান শিবির কলকাতা পুলিশের

0
129

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সংক্রমণের আশঙ্কায় রাজ্যে সমস্ত রকম রক্তদান শিবির বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু গরম পড়া মাত্রই রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্ত সংকট।

blood donate | newsfront.co
প্রতীকী চিত্র

সেই সংকট কমাতে মঙ্গলবারই বিভিন্ন সমস্যার মত এই সমস্যাও সমাধান করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো বুধবার ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল মাসব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ লকডাউনে গৃহবন্দি বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে ‘গৌরব সপ্তাহ’

লালবাজার জানিয়েছে, বুধবার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কলকাতা পুলিশের রক্তদান শিবির। রবিবার গোটা মাস জুড়ে কলকাতা পুলিশের ৩০টি ইউনিট এবং ৯টি ডিভিশনের তরফে ওই রক্তদানে অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেলে একটি করে ইউনিট ওই রক্তদানের আয়োজন করবে।

লালবাজারের নির্দেশিকা মেনে কম করে প্রতিদিন ৬০ জন পুলিশকর্মী রক্তদান করবেন।তবে করোনা-সংক্রমণ ঠেকাতে বিধি-নিষেধ মেনে চলতে বলা হয়েছে কলকাতা পুলিশের আধিকারিকদের।

যাঁরা রক্তদান করবেন, তাঁদের গাড়িতে নেতাজি ইন্ডোরে নিয়ে আসার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। রক্তদানের সময়েও যাতে সেই দূরত্ব বজায় থাকে বা এলাকা যাতে জীবাণুমুক্ত করা হয়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই এ নিয়ে পুলিশের তরফে প্রচার করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here