শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বারবার তিনবার দিন বদল হওয়ায় রাজ্যে লকডাউনের দিন গুলিয়ে ফেলছেন গুলিয়ে ফেলছেন অনেক মানুষই সম্পূর্ণ লকডাউনের দিন গুলিয়ে ফেলছেন। রাস্তাঘাটে এ নিয়ে একে অপরের সঙ্গে তর্ক বেঁধে যাচ্ছে। কেউ প্রথমবারে দিন বার করছেন তো কেউ দ্বিতীয়বারের। এবার সেই সব বিভ্রান্তি কাটাতে উদ্যোগী হল কলকাতা পুলিশ।
এই সমস্যা মেটাতে এবার পোস্টারের আকারে লকডাউন ক্যালেন্ডার তৈরি করে ফেলেছে কলকাতা পুলিশ। কলকাতার অলিগলিতে এই পোস্টার ক্যালেন্ডার সাঁটিয়ে দেওয়া হয়েছে। সেই পোস্টারে থাকা অগস্ট মাসের ক্যালেন্ডারে লকডাউনের তারিখগুলি (৫ অগস্ট বুধবার, ৮ অগস্ট শনিবার, ২০ অগস্ট বৃহস্পতিবার, ২১ অগস্ট শুক্রবার, ২৭ অগস্ট বৃহস্পতিবার, ২৮ অগস্ট শুক্রবার এবং ৩১ অগস্ট সোমবার) লাল রং দিয়ে চিহ্নিত করা রয়েছে।
আরও পড়ুনঃ স্নাতক শিক্ষকদের স্কেল নিয়ে পে-কমিশনকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
উত্তর কলকাতার ফুটপাথ সংলগ্ন দেওয়ালগুলিতে চোখে পড়েছে এই পোস্টার। লাগানো হয়েছে বৈদ্যুতিক স্তম্ভগুলিতেও। পথচলতি মানুষ সে সব দেখে খানিক থমকে যাচ্ছেন। কেউ কেউ মোবাইলে সেই পোস্টারের ছবিও তুলে নিচ্ছেন।
কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) নীলকান্ত সুধীর কুমার বলেন, ‘বড়বাজার থানার এই উদ্যোগ লালবাজারের চোখে পড়ে। ওরা প্রথমে ৫০০ পিস ক্যালেন্ডার ছাপিয়ে এলাকায় ছড়িয়ে দেয়। জনসাধারণ পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছে। আমরা ঠিক করেছি কলকাতা পুলিশের বিভিন্ন থানা এলাকায় এই লকডাউন ক্যালেন্ডার পৌঁছে দেব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584