৪ ঘণ্টায় শহরের দু’প্রান্তে দুটো আত্মহত্যা রুখে নজির কলকাতা পুলিশের

0
41

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে সুদীর্ঘ লকডাউনে আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু পুলিশি তৎপরতায় বুধবার রাতে ৪ ঘন্টার মধ্যে শহরের দুই প্রান্তে দুই তরুণ-তরুণীর জীবন বাঁচাতে সমর্থ হলেন কলকাতা পুলিশের অফিসাররা। দু’জনেই ফেসবুকে বন্ধুদের উদ্দেশ্যে শেষ মেসেজ পোস্ট করতেই কৃত্রিম বুদ্ধিমত্তার নিরীক্ষণে খবর চলে আসে কলকাতা পুলিশের সাইবার বিভাগে। তার ফলে বেহালার পর্ণশ্রী এলাকার এক তরুণ এবং নেতাজিনগর এলাকার এক তরুণীর জীবন বাঁচাতে সমর্থ হলেন আধিকারিকরা।

Depression | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, এই প্রথম বার নয়, এর আগেও ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে একাধিক যুবক-যুবতীর আত্মহত্যার চেষ্টা রুখে দিয়েছে কলকাতা পুলিশ এমনকি কলকাতা পুলিশের কাছ থেকে খবর পেয়ে অসমের এক তরুণী আত্মহত্যার চেষ্টা রুখে দিয়েছিল সেখানকার পুলিশ। সাম্প্রতিক এক তথ্যে লালবাজার জানিয়েছে গত চার মাসে ৮৫ টি আত্মহত্যার ঘটনা ঘটেছে যার মধ্যে ৩৮ টি ঘটেছে জুন মাসে। সুদীর্ঘ লকডাউনে রুজি রোজগার হীন হয়ে বা পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকেই।

আরও পড়ুনঃ পুলিশ কড়া হতেই শহর জুড়ে সফল লকডাউন

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১টা নাগাদ সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা ফেসবুকের তরফে একটি ই-মেল পান। সেখানে এক ইউজারের আত্মহত্যার প্রবণতা সংক্রান্ত কথা জানানো হয়। কলকাতা পুলিশ দ্রুত ওই ইউজারের আইডি থেকে তার ইন্টারনেট প্রোটোকল (আইপি) অ্যাড্রেস বার করে। তার সাহায্যেই খুঁজে বার করা হয় ওই ব্যক্তির মোবাইল নম্বর। সেই নম্বরের সূত্র ধরে পর্ণশ্রী থানা এলাকার আদর্শ নগরের ঠিকানা পাওয়া যায়। লালবাজার থেকে খবর পেয়ে পর্ণশ্রী থানার অফিসাররা ওই ঠিকানায় পৌঁছে উদ্ধার করেন বছর বাইশের এক তরুণকে।

জানা গিয়েছে, ওই তরুণ বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি এ বছরের মার্চ মাস থেকে অ্যাপ-ক্যাব চালানো শুরু করেন। কিন্তু তার পরেই লকডাউন শুরু হয়ে যাওয়ায় পেশাগত এবং ব্যক্তি জীবনের অবসাদে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ এমনি ঘুরতে বেরিয়ে কলকাতায় একদিনে গ্রেফতার ১৮৫

এরপরেই বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা কলকাতা পুলিশের কন্ট্রোল রুমের মাধ্যমে হাওড়ার বাসিন্দা শীর্ষেন্দু ত্রিবেদী নামে এক ব্যক্তির ফোন পান। শীর্ষেন্দু পুলিশকে এক ইনস্টাগ্রাম ইউজারের কথা জানান। ওই ইউজারও ইনস্টাগ্রামে আত্মহত্যা করার ইঙ্গিত দিয়েছেন বলে হাওড়ার ওই বাসিন্দার কাছ থেকে জানতে পারে পুলিশ। এরপর ফোন নম্বর এবং ঠিকানা পাওয়া নেতাজিনগর থানা এলাকার লোটাস পার্কের বাসিন্দা ১৮ বছরের এক তরুণীর। সাইবার ক্রাইম বিভাগ থেকে ফোন পেয়ে ওই বাড়িতে পৌঁছয় নেতাজিনগর থানার পুলিশ। এ ক্ষেত্রেও পুলিশ ১৮ বছরের ওই তরুণীর প্রাণ রক্ষা করতে সফল হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here