শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
টালা ব্রিজের একাধিক বিকল্প পথ চালু হলেও গাড়ির যানজট কি ভাবে কমানো যায়, তা নিয়ে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।
সোমবার থেকে সেরকমই কিছু বিকল্প সহজ পথ চালু করল পুলিশ।সোমবার থেকে চালু হল টালা ব্রিজের বিকল্প পথ, লকগেট উড়ালপুল সংলগ্ন নয়া লেভেল ক্রসিং ও রাস্তা।
সেই সঙ্গে নয়া ট্রাফিক ব্যবস্থা চালু হচ্ছে চিৎপুর লকগেটেরও। ফলে টালা ব্রিজ বন্ধ থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছে ট্র্যাফিক পুলিশ।
এতদিন চিৎপুর লকগেট উড়ালপুলে সব গাড়ি শ্যামবাজার থেকে চিড়িয়ামোড়ের দিকে যেত। সেই ব্যবস্থা সম্পূর্ণ উল্টো হচ্ছে। এখন থেকে পণ্যবাহী-সহ অন্যান্য গাড়িগুলি লকগেট উড়ালপুল ধরে বিটি রোডের দিক থেকে শ্যামবাজারের দিকে যাবে। সারাদিন দক্ষিণমুখীই থাকবে ওই উড়ালপুল। অফিস টাইমে বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ি চলাচল।
আরও পড়ুনঃ পানীয় জল খেয়ে অসুস্থ ১০০ জন
তবে বাগবাজার থেকে পুরোনো চিৎপুর ব্রিজ দিয়ে কাশীপুর রোড হয়ে বিটি রোডের দিকে যে গাড়িগুলি যায়, সেই পুরোনো ব্যবস্থা চালু থাকবে। এর পাশাপাশিই লেভেল ক্রসিং বানিয়ে বিকল্প নতুন পথ চালু হচ্ছে।
বাগবাজার থেকে চিৎপুর হয়ে নতুন লেভেল ক্রসিং পেরিয়ে বিটি রোডের দিকে যাবে পণ্যবাহী ও অন্যান্য গাড়ি। যুগ্ম কমিশনার ট্র্যাফিক সন্তোষ পান্ডে বলেন, ‘আমরা আশা করছি নতুন ট্র্যাফিক ব্যবস্থার ফলে বিটি রোড ও আশপাশের অঞ্চলে যান চলাচল আগের তুলনায় অনেকটা মসৃণ হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584