সব থানা, ব্যারাক ও পুলিশি অফিস জীবাণুমুক্ত করার কাজ শুরু কলকাতা পুলিশের

0
53

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণে জরুরি পরিষেবার কারণে সমস্ত থানা এবং নিজস্ব অফিসগুলোতে থাকতে হচ্ছে পুলিশকে। সরকারি তরফে দূরের কিছু অফিসারকে ছেড়ে দিতে বাধ্য হতে হলেও আসতে হচ্ছে কিছু নিকটবর্তী কর্মীকে।

sanitization | newsfront.co
নিজস্ব চিত্র

আবার কিছু কর্মী ২১ দিনের রয়ে গিয়েছেন ব্যারাকেই। তাই কর্মস্থল থেকে যাতে পুলিশকর্মীরা করোনা সংক্রমণের শিকার না হন, তার জন্য সমস্ত থানা, ব্যারাক এবং পুলিশের সমস্ত অফিস গুলিকে জীবাণুমুক্ত করার কাজ শুরু করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ মাস্ক, স্যানিটাইজারের কালোবাজারি বন্ধে পদক্ষেপ, স্বাস্থ্য দফতরের

জানা গিয়েছে, শনিবার থেকেই এই কাজ শুরু হয়েছে। ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্সকে দিয়ে থানা জীবাণুমুক্ত করার কাজ করানো হচ্ছে। এই ফোর্সের কর্মীরা ডিভিশন ভিত্তিক বিভিন্ন দলে ভাগ হয়ে সমস্ত থানা ও ব্যারাকগুলিকে স্যানিটাইজেশন করার কাজ চালাচ্ছেন।

এছাড়া পুলিশের অন্যান্য অফিস যেমন সশস্ত্র পুলিশের দফতর, মাউন্টেড পুলিশ, ডগ স্কোয়াড, পুলিশ ট্রেনিং স্কুল থেকে লালবাজারেও স্যানিটাইজেশনের কাজ করা হবে। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দলগুলি বারবার এই কাজ চালাবে বলে জানা গিয়েছে।

লালবাজারের এক কর্তা জানান, পুলিশকর্মীরা বিভিন্ন এলাকায় দুস্থ মানুষজনকে খাবারের বন্দোবস্ত করছেন। একইসঙ্গে অনেক এলাকায় বাজারের বন্দোবস্ত করে দেওয়া, হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো কাজও করতে হচ্ছে পুলিশকর্মীদের।

সেই কারণেই তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকছে। তাই তাদের স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি নিজের অফিস থেকে যাতে তারা সংক্রামিত না হন, সেই জন্যই পুলিশের নিজস্ব ফান্ডের অর্থ ব্যায় এই স্যানিটাইজেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here