জনবহুল এলাকায় ফেস সিল মাস্ক ব্যবহার শুরু কলকাতা পুলিশের

0
30

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পিপিই থেকে যাবতীয় সুরক্ষা সরঞ্জাম কেনার জন্য থানা ও ট্র্যাফিক গার্ড প্রতি ৫০ হাজার টাকা করে খরচ করার নির্দেশ দিয়েছে লালবাজার। এরই মধ্যে বড়বাজারের ওসির উদ্যোগে ওই এলাকার জনবহুল এলাকায় সতর্ক থাকতে অভিনব ‘ফেস সিল মাস্ক’ ব্যবহার করতে শুরু করছেন সেখানকার পুলিশকর্মীরা। নকশা পাঠানো হয়েছে লালবাজারেও।

Kolkata police | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত, কলকাতা পুলিশেরই অনেক অফিসার কাপড়ের মাস্ক পড়ে রাস্তায় ডিউটি করতে গিয়ে অসুবিধে বোধ করছিলেন। কারণ সাধারণ মানুষের তুলনায় অনেক বেশিক্ষণ রাস্তায় বা এলাকায় থাকতে হয় পুলিশকর্মীদের।

face seal mask | newsfront.co
নিজস্ব চিত্র

তাছাড়া বাজার এলাকার মতো জনবহুল এলাকায় শুধু মাস্ক পড়েই রাস্তায় বা ভিড়ের মধ্যে ডিউটি করা সম্ভব নয়। তখনই এই অভিনব ডিজাইন মাস্কের কথা মাথায় আসে বড়বাজারের এক পুলিশকর্তার।তারপর যেমন ভাবা, তেমন কাজ। নিজের হাতে এঁকে লালবাজার উর্ধতন কর্তৃপক্ষকে দিলেন মাস্কের নকশা।

আরও পড়ুনঃ করোনার আবহে বন্ধ ‘মঙ্গল শোভাযাত্রা’, বছরের প্রথম দিনে ওয়েবসাইটের উদ্বোধন

যাতে শুধু নাক মুখ নয়, নতুন মাস্কে ঢাকা যাবে গোটা মুখমন্ডল। একই সঙ্গে মাথার ওপরের দিকটা খোলা থাকায় হেলমেটের মত চাপ অনুভব হবে না।লালবাজারের প্রাথমিক সম্মতির পর মঙ্গলবার পরীক্ষামূলক ভাবে থানার কিছু পুলিশ কর্মীর হাতে এই ফেস সিল মাস্ক তুলে দেওয়া হল। যদি তারা স্বচ্ছন্দ বোধ করেন, তাহলে তা পরে বাহিনীর বাকিদের হাতেও তুলে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here