শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যে বারবারই করোনায় একের পর এক মৃত্যুর তথ্য গোপন করার অভিযোগ উঠছে।এবার আচমকা মৃত্যু হল কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টরের। সােমবার গভীর রাতে পানিহাটির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গিয়েছে, ৫৪ বছর বয়সী সদ্য প্রয়াত পুলিশ অফিসার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের সােদপুরের বাসিন্দা ছিলেন। তালতলা থানার গুরুত্বপূর্ণ আধিকারিক পদে নিয়ােজিত ছিলেন ওই সাব ইনস্পেক্টর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এক সপ্তাহ ধরে থানায় আসেননি।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিনে তাঁকে বেশ কিছু স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে ভর্তি নেওয়া হয়নি। এই সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।হাসপাতালে কেন ভর্তি নেওয়া হয়নি? সে ব্যপারে অবশ্য নির্দিষ্ট উত্তর পাওয়া যায় নি। শেষ পর্যন্ত তাঁকে ভর্তি করা হয় পানিহাটির একটি হাসপাতালে। কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি।
হাসপাতাল বলছে, স্বপনবাবু হৃদরােগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কিন্তু, শেষ এক সপ্তাহেই অসুস্থতা ও শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যু হল কি করে? আগে থেকে কোনও অসুস্থতা ছিল না বলে দাবি পরিবারের। তার করোনার কোনও উপসর্গ ছিল অথবা করোনার জন্য লালারসের কোনও পরীক্ষা করা হয়েছিল কি না, এ প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। অনেক প্রশ্নের উত্তর পাওয়ার আগেই চলে যেতে হল ওই অফিসারকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584