করোনা কালে পার্কস্ট্রিটে বড়দিনের উৎসবে বিশেষ নজর কলকাতা পুলিশের

0
114

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রতি বছরের মত চলতি বছরেও বড়দিন উৎসবে পার্ক স্ট্রিটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। তবে অন্য বারের তুলনায় চলতি বছরে করোনা অতিমারীর কারণে সাধারণ মানুষকে আনন্দ অনুষ্ঠানে নিয়ন্ত্রণ করা পুলিশের কাছে বাড়তি চ্যালেঞ্জ। কারণ করোনা ভাইরাস সংক্রমণ বর্তমানে এরাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এখনো আতঙ্কের রেশ পুরোপুরি কাটেনি।

christmas day | newsfront.co
কেক প্রস্তুতকারী সংস্থার প্রস্তুতি। ছবিঃ বিভাস লোধ

চলতি বছরে সাধারণ মানুষ করোনার কারণে কিছু সংখ্যক কম আসতে পারেন আবার এমন মানুষ জন রয়েছেন, যারা দীর্ঘ লকডাউন কাটানোর পর ক্রিসমাসে আনন্দে বিহ্বল হবার জন্য আসতে পারেন পার্ক স্ট্রিটে। সেই কারণে নিরাপত্তায় কোন খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ বাংলাকে গুজরাট হতে দেব না- সঙ্গীত মেলার উদ্বোধনের মঞ্চ থেকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

বড়দিনে এবার পার্ক স্ট্রিটে নিরাপত্তার জন্য তৈরি থাকছে প্রায় ১২০০ কলকাতা পুলিশকর্মী যার মধ্যে থাকছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ডেপুটি কমিশনার এমনকি যুগ্ম-কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও। ১০টি ওয়াচ টাওয়ার থেকে রাখা হবে নজরদারি। প্রত্যেক বারের মত এই ৫ টি ভাগে পার্ক স্ট্রিটের নিরাপত্তাকে ভেঙে দেয়া হয়েছে।

এই বছর করোনা পরিস্থিতিতে পার্ক স্ট্রিটের রাস্তায় খাবারের দোকানে বসবে না বলে নিয়ম জারি করেছে লালবাজার। তাই পুলিশের বিশেষ নজর থাকছে রাস্তার ওপরে যাতে কোনও অকারণ ভিড় না হয়।

আরও পড়ুনঃ প্রতিষ্ঠা শতবর্ষেই ছেদ পড়ল পৌষমেলার, মন খারাপ শান্তিনিকেতনের

রেস্তরাঁ ও পানশালার ভিতর যাতে করোনা বিধি কড়াভাবে মানা হয়, একইসঙ্গে সেগুলির বাইরে যাতে মানুষ জটলা না করে, পুলিশের পক্ষ থেকে তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি মানুষের মুখে মাস্ক না থাকলে স্পট ফাইন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।

সবমিলিয়ে মানুষকে উৎসবে বাধা না দিতে চাইলেও অতি মারি বছরে যাতে মানুষ বাড়াবাড়ি না করেন এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাইছে লালবাজার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here