শহরের বুকে আসছে ‘স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল’

0
125

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মানবজীবনে সুরের ভূমিকা অনবদ্য। তা সে কোনও বাউলের প্রভাতী গান হোক বা পটের গানের সুরে পড়া নানা পৌরাণিক গল্পের বিবরণ কিংবা বহুরূপীদের নানা রূপ ধরে জীবনের গান গাওয়া।

shiv durga | newsfront.co

পথেই যাঁরা গান করেন তাঁদের সম্মান জানিয়ে শহরের রাজপথে অনুষ্ঠিত হতে চলেছে সুরের উৎসব ‘স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল’। সমগ্র ভাবনায় সুদীপ্ত চন্দ। এক স্বনামধন্য গহনা প্রস্তুতকারী সংস্থা নিবেদন করছে এবারের ‘কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল (সিজন টু )’।

two singers | newsfront.co

award | newsfront.co

আগামী ২০ মার্চ, ২৭ মার্চ, পূর্ণ দাস রোডের সামনের ফুটপাতে বসবে সুরের এই অভিনব উৎসব।
শিল্পীরা হলেন পার্কস্ট্রিটের বাঁশি বিক্রেতা মোহাম্মদ ইব্রান, ‘মিউজিক্যাল স্যান্ডউইচ’ খ্যাত নীলাঞ্জন সাহা, কৃষ্ণেন্দু-সৌরজ্যোতি’র থার্ড স্টেজ, জাতীয় পুরস্কার প্রাপ্ত পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকর, নুরউদ্দিন চিত্রকর।

sing song | newsfront.co

আরও পড়ুনঃ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রাজনৈতিক ময়দানে দুই অভিনেত্রীর লড়াই

সুবল দাস বৈরাগ্য এবং তাঁর বহুরূপীর দল গাইবেন গাজন এবং অন্নপূর্ণার গান। ‘টার্ন ইট গ্রিন’-এর পক্ষ থেকে স্যাফায়ার এর পরিবেশনায় থাকছে পরিবেশ সম্পর্কে সচেতনতার বার্তা। গাইবেন সিধু, রবীন্দ্রসঙ্গীতের কোলাজ পরিবেশন করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, থাকছেন ব্যান্ড পার্টির যন্ত্রসংগীত শিল্পী সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here