নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কলকাতায় তাপমাত্রার পারদ আরও চড়ল। শীতের সেই চেনা আমেজ ক্রমশ ফিকে হচ্ছে। গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়ছে।
যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল রাত থেকে ফের নামবে পারদ। যার জেরে ফের শীতের আমেজ ফিরবে বাংলায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর সূত্রে জানা খবর, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৮.৮ ডিগ্রিতে।
অন্যদিকে, শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১৭.৬ ডিগ্রিতে। পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584