ভুয়ো সিআইডি অফিসার সেজে চাকরি দেওয়ার নামে প্রতারণা

0
120

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ

কৃষ্ণনগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাধারানী বিশ্বাস, নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে সরকারি চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন , এমনটাই অভিযোগ। তাঁকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ তৃণমূল নেতাদের সাথে ঘনিষ্ঠতা ছিল রাধারাণীর।

Fake CID officer
রাধারানী বিশ্বাস, সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে ভবানী ভবনের সিআইডি অফিসার বলে পরিচয় দিতেন তিনি। সমাজসেবী হিসেবেও এলাকায় পরিচিতি আছে তাঁর। গৌরব চট্টোপাধ্যায় নামে স্থানীয় এক বেকার যুবক অভিযোগ জানান , সরকারি চাকরি পাইয়ে দেবার নাম করে তাঁর কাছ থেকে গত ফেব্রুয়ারি মাসে ৫ লক্ষ টাকা নিয়েছেন রাধারানী। নিজেকে সিআইডি অফিসার বলে পরিচয় দিয়েছিলেন তিনি। এরকমভাবে জেলার আরো অনেকের কাছে থেকেই রাধারানী লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ।

গৌরব জানিয়েছেন, গতবছর লকডাউনে রাধারানী বিভিন্ন সমাজসেবার কাজেও যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে গৌরবও যুক্ত ছিলেন এই ধরণের সমাজসেবামূলক কাজে। সেখান থেকেই রাধারাণীর সাথে পরিচয়ের পর তিনি জানতে পারেন রাধারানী একজন সিআইডি অফিসার এবং সরকারি চাকরি পাইয়ে দেন তিনি। চাকরির জন্য গৌরবের কাছে মোট ৮ লক্ষ টাকা দাবি করেন রাধারানী।

আরও পড়ুনঃ হাওড়ায় কিশোরী ক্যারাটে খেলোয়াড়ের রহস্যমৃত্যু

অগ্রিম ৫ লক্ষ টাকা দেওয়ার পরে রাধারানী জানিয়েছিলেন, ২০ দিনের মধ্যে চাকরি হয়ে যাবে। তারপর বহু সময় পেরিয়ে গেলেও চাকরি হয়নি এবং রাধারানী সবকিছু অস্বীকার করেন। তারপরেই থানায় অভিযোগ জানান গৌরব। তবে তিনি জানিয়েছেন কোন নেতা মন্ত্রীর সঙ্গে কখনো রাধারানী বিশ্বাসকে দেখেননি তিনি। প্রতারণার অভিযোগ অস্বীকার করা হয়েছে রাধারাণীর পরিবারের পক্ষ থেকে। তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here