এবার বাড়িতে বসেই পাবেন গাড়ি বা ড্রাইভিং লাইসেন্সের এনওসি, জানাল কলকাতা ট্র্যাফিক পুলিশ

0
58

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এবার লাইসেন্সের নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি (NOC)- র আবেদন করা যাবে এক নিমেষেই। গাড়ির বা ড্রাইভিং লাইসেন্সের এনওসির জন্য ছুটতে হবে না লালবাজারে। ঘরে বসেই গাড়ির অথবা ড্রাইভিং লাইসেন্সের এনওসি পেতে কলকাতা পুলিশ চালু করল ইএনওসি (eNOC) পরিষেবা।

Traffic police
প্রতীকী চিত্র

আজ থেকেই কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইট kolkatatrafficpolice.gov.in এ পাওয়া যাচ্ছে এই পরিষেবা। এই ইএনওসিতে কিউআর কোড এবং কলকাতা পুলিশের ওয়াটার মার্ক লোগোও থাকবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে, ২৪ ঘন্টাই মিলবে এই পরিষেবা।

দেখে নিন ড্রাইভিং লাইসেন্সের কীভাবে eNOC পাবেন:

১. kolkatatrafficpolice.gov.in এই পেজটি খুলুন
২. এবার Download eNOC- তে ক্লিক করুন
৩. গাড়ির নং, Chassis নং, ইমেল আইডি, মোবাইল নম্বর দিন
৪. মোবাইলে ওটিপি আসবে
৫. ওটিপি কনফার্ম করুন, এরপর পপ-আপে ইএনওসির জন্য যোগ্য কি না দেখাবে
৬. এরপরই প্রিন্টেবল ইএনওসি পাবেন

এবার জেনে নিন গাড়ির জন্য কীভাবে eNOC পাবেন:

১. kolkatatrafficpolice.gov.in এই পেজটি খুলুন
২. Download eNOC- তে ক্লিক করুন
৩. গাড়ির নং, Chassis নং, ইমেল আইডি, মোবাইল নম্বর
৪. ওটিপি আসবে
৫. ওটিপি কনফার্ম হলে পপ-আপে দেখাবে গাড়িটি ইএনওসির জন্য যোগ্য কিনা
৬. এরপরই প্রিন্টেবল ইএনওসি পেয়ে যাবেন

এর আগে লালবাজার ট্রাফিক কাউন্টার থেকে এনওসি দেওয়া হত, যা যথেষ্ট সময়সাপেক্ষ। তবে ইএনওসি চালু হওয়ায় তা আর হবে না বলে মনে করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের রাজ্যের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here