মনিরুল হক,কোচবিহারঃ
গরু চুরির প্রতিবাদে কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক অবরোধ চলছে সাতমাইলে।প্রায় দেড় ঘণ্টা ধরে ওই পথ অবরোধের জেরে কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।ফলে ওই রাস্তায় বহু যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকে পরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কোচবিহার ১ নং ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ছাট এলাজানের কুঠি থেকে ৯টি গরু চুরি হয়। এরপরেই রাতের অন্ধকারে গরু চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা সাত মাইলে এসে কোচবিহার–মাথাভাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করেন।
আরও পড়ুনঃ পানীয় জলের দাবীতে গ্রামবাসীদের অবরোধে পুলিশের লাঠি,আক্রান্ত চিত্র সাংবাদিকরাও
অভিযোগ,গতকাল রাতে এলাজানের কুঠির বাসিন্দা আফসার মিয়াঁ সহ বেশ কয়েক জনের বাড়ি থেকে ৯টি গরু চুরি হয়।আগেও ওই এলাকায় রাতের অন্ধকারে গরু চুরি হয়েছিল।কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা।এভাবে বাড়ি থেকে গরু চুরি হয়ে গেলেও পুলিশ কোন ব্যাবস্থা নিচ্ছে না।অবরোধের খবর পেয়ে ছুটে গিয়েছে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584