শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ট্রামের টিং টিং আওয়াজ যেন জড়িয়ে আছে কলকাতার ঐতিহ্যের সঙ্গে। কিন্তু লকডাউনে সব হারিয়ে যাওয়ার সঙ্গে হারিয়ে গিয়েছিল এই পরিবহণ যানটিও। রবিবার, ১৪ জুন থেকে কলকাতার বুকে চালু হচ্ছে ট্রাম। পরিবহন দফতর সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে।
সব ঠিকঠাক চললে যাত্রী দুর্ভোগ কমাতে রবিবার থেকেই সকাল ৭টা থেকে রাত্রি ৮ টা অবধি ট্রাম চলবে। মূলত অফিস যাত্রীদের কথা মাথায় রেখেই দ্রুত ট্রাম রাস্তায় নামানো হচ্ছে। রবিবার ট্রায়াল রানের পর সোমবার থেকে অফিস যাত্রীরা চাপলেও অসুবিধা হবে না।
আরও পড়ুনঃ আমপান ক্ষতিগ্রস্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন
প্রাথমিকভাবে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রাম চলবে। ৪০ মিনিট অন্তর ট্রাম পাওয়া যাবে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আমফানের কারণে সমস্ত এলাকায় ট্রামের তার এখনও জোড়া লাগানাে যায়নি। সেই কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
যাত্রী এবং চালক-কনডাক্টরদের সুরক্ষাবিধি মেনে চলতে হবে। যত আসন, তত যাত্রী নেওয়া হবে। মাস্ক ছাড়া কেউ ট্রামে চড়ার অনুমতি পাবেন না।
শহরে ট্রাম পরিষেবা চালু হলে যাত্রী দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন পরিবহণ কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584