নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ২০১৯-এ মুক্তি পায় ‘কণ্ঠ’। শুধু মুক্তি নয়, মানুষের মনে দাগ কেটে যায় এই ছবি। স্বরযন্ত্র হারিয়ে ফেলা রেডিও জকি অর্জুন মল্লিকের লড়াই এই ছবির মূল রসদ।
ছবিটি মুক্তি পাওয়ার পর পরিচালক জুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা ল্যারিংক্স অর্থাৎ যারা শব্দযন্ত্র বা স্বরযন্ত্র হারিয়েছে তাদের জন্য এ দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তুলবেন ‘কণ্ঠ ক্লাব’।
যেখানে এহেন রোগে আক্রান্তরা নিজেদের জীবনকে গুছিয়ে নিতে পারবে একটু অন্যভাবে। পাশাপাশি পাবে সঠিক চিকিৎসা। পাশে পাবে স্পিচ থেরাপিস্টদের। এমনকী তাদের মতো অন্য যোদ্ধাদের এবং তাদের পরিবারকে। একইসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার শক্তি আর উৎসাহ পাবে৷ কথামতো কলকাতায় গড়ে ওঠে সেই ‘কণ্ঠ ক্লাব’৷
বলা বাহুল্য, ‘কন্ঠ’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে ল্যারিঙ্গজেকটমি রোগীদের জন্য ‘ল্যারিঙ্গজেকটমি ক্লাব’ বা ‘কণ্ঠ’ ক্লাব গড়ে তোলে হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল। আর এবার কর্ণাটক সরকার সরকারিভাবে গড়ে তুলল ‘কণ্ঠ ক্লাব’।
আরও পড়ুনঃ প্রীতমের নতুন গানে বাপ্পি লাহিড়ী, কুমার শানু, অভিজিৎ, ঋতুপর্ণা, শ্রাবন্তী
শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান- “বাংলা সিনেমার জন্য ১৪ ডিসেম্বর, ২০২০ একটি গর্বের দিন বলে মনে করি আমি। যেদিন কর্ণাটক সরকার ‘কণ্ঠ’ ছবিকে স্মরণে রেখে গড়ে তুলল ‘কণ্ঠ ক্লাব’। পশ্চিমবঙ্গের দর্শক পাশে না থাকলে সম্ভব হত না কিছুই। এ রাজ্যের মানুষের জন্যই ‘কণ্ঠ’র কারণে গড়ে উঠল ‘কণ্ঠ ক্লাব’।”
আরও পড়ুনঃ পিউয়ের কণ্ঠে বাংলা আধুনিক
নন্দিতা রায় জানান- “বাকশক্তি বা বক্তৃতা হ’ল একটি উপহার এবং এটি একটি মৌলিক অধিকার। বাকশক্তি শুধুই জীবনশক্তি বজায় রাখার জন্য মৌলিক চুক্তি গঠন করে না, পাশাপাশি স্বাধীনতা, শান্তি, ন্যায়বিচার এবং মর্যাদার অধিকারও রক্ষা করে। ল্যারিংক্স রোগীদের পাশে থাকবে ‘কণ্ঠ’ ক্লাব। আমিও ‘কণ্ঠ ক্লাব’-এর কাছে কৃতজ্ঞ৷”
নারায়ণা হাসপাতালের চিকিৎসক ডাঃ সৌরভ দত্ত জানান- “আমি এই জাতীয় উদ্যোগের জন্য টিম ‘কণ্ঠ’কে অভিনন্দন জানাই। এটি ‘ল্যারিঙ্গজেক্টমি’ রোগীদের নতুন এবং সাধারণ জীবনে ফিরে আসতে সহায়তা করবে বলে মনে করি আমি। আশা রাখি দেশের বাকি অংশও কর্ণাটক ও কলকাতার পথ অনুসরণ করবে এবং গড়ে তুলবে কণ্ঠ ক্লাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584