নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজস্থানের কোটার ছাত্রছাত্রীরা অবশেষে কোয়ারান্টাইন থেকে ছাড়া পেল। কোটা থেকে আগত আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার ৩৮ জন ছাত্র ছাত্রীদের মাদারিহাটে যুব দফতরের ছাত্রাবাসে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল শনিবার রাত্রে।
স্বাস্থ্য দফতর থেকে ছাত্রছাত্রীদের লালারস পরীক্ষা করা হয় এবং গতকাল রাতেই স্বাস্থ্য দফতর থেকে জানানো হয় ছাত্রছাত্রীরা কেউ করোনা আক্রান্ত নয়, তাদের লালারস পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছ। তাই সোমবার প্রশাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের খবর দেওয়া হয়।
আরও পড়ুনঃ খুশির খবর, করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন রেল রক্ষীরা
এদিন সকালে ছাত্রছাত্রীদের অভিভাবকরা মাদারিহাটে এসে নিয়ে যায়। ঘরে যেতে পেরে খুশি ছাত্রছাত্রীরা এবং তারা ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে। মাদারিহাট বিডিও শ্যারণ তামাং জানান, মাদারিহাটে কোয়ারান্টাইন সেন্টারে থাকা ৩৮ জন ছাত্রছাত্রীদের লালারস পরীক্ষা করা হয় পরীক্ষার রিপোর্ট নেগিটিভ আসায় তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584