লকডাউন অমান্য করে দোকান খোলা, বন্ধ করল কোতোয়ালি থানার পুলিশ

0
70

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:

লকডাউন অমান্য করে দোকানপাট খোলায় পুলিশি হানা মেদিনীপুর শহরের স্টেশন রোডের মিনি মার্কেট এলাকায়। কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হল খোলা দোকান গুলি। পশ্চিম মেদিনীপুর জেলা অরেঞ্জ জোন হওয়ার পর থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের তৎপরতা বেড়েছে অনেকটাই।

Force | newsfront.co
নিজস্ব চিত্র

অযথা বাইরে বেরোনোয় যেমন আটক করা হচ্ছে গাড়ি, পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে মানুষদেরও। সেই পরিস্থিতিতে বুধবার মেদিনীপুর শহরের মেদিনীপুর স্টেশন রোড ও মিনি মার্কেট এলাকায় বেশকিছু জামা কাপড়, চা, পান, স্টেশনারি দোকান খোলা থাকায় তা কড়া ধমক সহকারে বন্ধ করলো কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুনঃ খুশির খবর, রেড জোনের জেলাতেও সুস্থ হচ্ছে রুগী

সেই সঙ্গে কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকার সমস্ত ব্যবসায়ীদেরকে জানানো হয় যে পুলিশ প্রশাসনের নির্দেশ ছাড়া কেউ যেন তাদের দোকান না খোলেন। যদি কেউ দোকান খোলে ব্যবসা করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here