খুশির খবর, রেড জোনের জেলাতেও সুস্থ হচ্ছে রুগী

0
36

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বর্তমান লকডাউন পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে রাজ্যের চারটি জেলাকে রেড জোনে ঘোষণা করা হয়েছে। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার নাম নথিভূক্ত আছে। আর এই ঘটনাই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে পুরো জেলাবাসী।

Corona Patients | newsfront.co
নিজস্ব চিত্র

তবে জেলার জন্য আরো খুশির খবর রয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে কোন করোনা আক্রান্তের খবর নেই গোটা জেলা জুড়ে, এর পাশাপাশি এই জেলার আক্রান্ত ৫ রুগী এইদিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর থেকে জানা গেছে। যার মধ্যে ৪জন পূর্ব মেদিনীপুর জেলার এবং অপর একজন নদীয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সংবাদমাধ্যমে খবরের জেরে ঘাসিপুরের অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ

আরো জানা যায় এই ৫ জনই করোনা আক্রান্ত হয়ে পূর্ব মেদিনীপুর জেলার মেছোগ্রাম বড়মা করোনা হাসপাতালে ভর্তি ছিলেন। যে ৫ জন বুধবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তার মধ্যে রয়েছে রেল পুলিশের এক কনস্টেবল। জানা গেছে তার বাড়ি নদীয়া জেলায়। তবে পূর্ব মেদিনীপুর জেলার রেল পুলিশের কর্মরত ছিলেন তিনি। বাকি চারজন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এলাকার বাসিন্দা, তবে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট খুশি হয়েছে জেলাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here