কোচবিহারের চান্দামারিতে অবৈধ গাঁজার চাষ নষ্ট করল পুলিশ

0
64

মনিরুল হক, কোচবিহারঃ

অবৈধ গাঁজার চাষ নষ্ট করল পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ কোচবিহারের ১ নং ব্লকের চান্দামারি গ্রাম এলাকায় প্রায় ১৮ বিঘা জমির অবৈধ গাঁজা চাষ নষ্ট করে। যদিও ওই এলাকায় যারা গাঁজা চাষ করেছে তাদের কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে।

Cannabis plant | newsfront.co
পুড়িয়ে দেওয়া হচ্ছে গাঁজার গাছ। নিজস্ব চিত্র

কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় জানান, বৃহস্পতিবার সকালেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের একটি বিশেষ দল চান্দামারি এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ১৮ বিঘা জমির গাঁজার গাছ কেটে ফেলে। পরে এক জায়গায় জড়ো করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

Coochbehar police | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও পুলিশকে দেখে ততক্ষণে গাঁজার চাষে যুক্ত থাকা সকলেই বাড়ি ছেড়ে গা-ঢাকা দেন। এধরনের অভিযান আমরা এর আগেও করেছি। আগামিতেও করব বলে জানান এক পুলিশ আধিকারিক।

এদিন এবিষয়ে কোচবিহার জেলা পুলিশের আধিকারিক লাল্টু হলদার জানান, “কোচবিহার জেলায় সাহেবগঞ্জ, দিনহাটা, কোচবিহারের চান্দামারি এলাকা সহ বিভিন্ন জায়গায় এই সব অবৈধ গাঁজা চাষ করছে কিছু সংখ্যক মানুষ। আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে খবর রয়েছে।

তাই আমরা জেলার বিভিন্ন এলাকায় নিজেরাই উদ্যোগ নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অভিযান চালিয়ে অবৈধ গাঁজার চাষ কেটে নষ্ট করছি। আর এবিষয় গুলি থেকে সবার আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। পুলিশ আজ যেমন অভিযান চালাছে তেমনি আগামীতেও এই ধরনের অভিযান চালিয়ে যাবে।”

আরও পড়ুনঃ মালবাজারে পিকাপ ভ্যানের ধাক্কায় আহত যুবক

নাম প্রকাশে ইচ্ছুক এলাকার এক বাসিন্দার অভিযোগ, “দীর্ঘদিন ধরে এই গ্রামে অনেক মানুষ গাঁজা গাছ চাষ করে নানা ভাবে ব্যবসা করে চলছে। এর জেরেই এলাকার নানান রকমের আনাগোনা দেখা যায়। তাতে এলাকার মানুষ আতঙ্কিত থাকে কিন্তু কাউকে বলার কিছু থাকে না। আজ যখন শুনলাম এলাকায় পুলিশ এসে গাঁজার গাছ কাটছে তখন তা শুনে খুব খুশি হলাম। তাই পুলিশকে ধন্যবাদ জানাই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here