জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় সাদা-কালো ‘অভিযাত্রিক’

0
126

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি ‘অভিযাত্রিক’।

show must goon | newsfront.co

avijatrik film | newsfront.co

ditipriya | newsfront.co

‘অপুর সংসার’ ছবির শেষে কী হয়েছিল অপুর? মাত্র ছয় বছরের কাজলকে কাঁধে নিয়ে কোন অজানা উদ্দেশ্যে পাড়ি দেয় অপু? এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছে ‘অভিযাত্রিক’।

avijatrik | newsfront.co

boy | newsfront.co

sabayasachi | newsfront.co

actors | newsfront.co

অপু ও কাজল ছবির কেন্দ্রে। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর ৬০ বছর পূর্তিতে সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানাতেই এই ছবি শুভ্রজিতের।

singer | newsfront.co

all actress | newsfront.co

‘অভিযাত্রিক’কে ‘২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বেছে নেওয়া হল জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য। ছবিতে অপুর চরিত্রে ধরা দিয়েছেন অর্জুন চক্রবর্তী এবং অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায়।

আরও পড়ুনঃ পঞ্চম বর্ষে ‘সিনেমার সমাবর্তন’ উৎসর্গ করা হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে

actress | newsfront.co

ছবিটি প্রদর্শনের পূর্বে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। হাজির ছিলেন ছবির প্রায় সকল কলাকুশলী যেমন- পরিচালক শুভ্রজিৎ মিত্র, প্রযোজক গৌরাঙ্গ জালান এবং সুমিত আগারওয়াল, অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, বিক্রম ঘোষ, আয়ুস্মান মুখার্জি, উজ্জয়িনী মুখার্জি, সাহেব চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, শুভ্র এস দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here