মনিরুল হক, কোচবিহারঃ
শুধু লকডাউন সফল করাতেই তৎপরতা দেখনো নয়,লকডাউনের জেরে খাদ্য সংকটে ভোগা বাসিন্দাদের বাড়িতে গিয়েও খাদ্য সামগ্রী ও পানীয় জল পৌঁছে দিলনে পুলিশ কর্মীরা। মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে পুলিশ কর্মীরা শহরের বিভিন্ন এলাকার ১৫০ পরিবারের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেন।
জানা গেছে খাবারের চিন্তায় যখন ঘুম উড়েছে দুঃস্থ পরিবার গুলির ঠিক সেই সময় পুলিশকর্তাদের হাত থেকে খাদ্য সামগ্রী ও পানীয় জল পেয়ে খুশি সেই সব দুঃস্থ পরিবারের মানুষেরা। তাই এদিন কোচবিহার শহর ও শহর সংলগ্ন এলাকায় কোতোয়ালি থানার উদ্যোগে দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও পানীয়ের বোতল তুলে দেন কোতোয়ালি থানার আইসি।
আরও পড়ুনঃ শুধু সুরই নয়, রণ পায়ের মাধ্যমেও সচেতন বার্তা জেলা প্রশাসনের
এবিষয়ে কোতোয়ালি থানার এক অফিসার জানান, তাঁদের কাছে খবর ছিল শহরের বিভিন্ন এলাকায় সত্যি কিছু মানুষ খাদ্য সংকটে ভুগছেন। এরপরেই কোতোয়ালি থানার পুলিশ উদ্যোগ নিয়ে শহরের একটি বিখ্যাত গহনার দোকানের আর্থিক সহায়তায় ওই গরীব মানুষগুলোর হাতে খাবার পৌঁছে দেওয়ার কাজও শুরু করেন।
পুলিশ কর্মীদের এই উদ্যোগে খুশি জেলাবাসীও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584